সুয়ারেজের পর লিভারপুল থেকে বার্সেলোনায় কুতিনহো

২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন লুইস সুয়ারেজ। সেই ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ডের ক্লাবটি। এরই মধ্যে তাদের আরেক তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। অনেক নাটকীয়তার পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহো যোগ দিয়েছেন কাতালোনিয়ার এই ক্লাবটিতে।
ইংল্যান্ডের গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, কুতিনহোকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনা খরচ করেছে প্রায় ২০০ মিলিয়ন ডলার। এটা ফুটবল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দামি দলবদল। চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এক বিবৃতিতে বার্সেলোনা বলেছে, ‘কুতিনহোর দলবদলের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে বার্সেলোনা ও লিভারপুল।’ চলতি মৌসুমের বাকি অংশ ও আগামী পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কুতিনহো। আর তাঁর বাই আউট ক্লজ, অর্থাৎ তাঁকে এ সময়ের মধ্যে কিনতে গেলে অন্য দলগুলোকে খরচ করতে হবে ৪০০ মিলিয়ন ইউরো।
গত বছরের আগস্টে বিপুল টাকা খরচ করে নেইমারকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইন। তার পর থেকেই একজন অ্যাটাকিং মিডফিল্ডারের সন্ধানে ছিল বার্সা। লিভারপুলে কুতিনহোর ভালো পারফরম্যান্স দেখে শেষমেশ তাঁকেই দলে ভিড়িয়েছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব।
২০০৮ সালে ইতালির ক্লাব ইন্টার মিলানের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন কুতিনহো। তবে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ধারে খেলেছেন ভাস্কো দা গামা ও এসপানিওলের জার্সি গায়ে। ২০১৩ সালে তিনি যোগ দিয়েছিলেন লিভারপুলে। সেখানে ১৫৩টি ম্যাচ খেলে কুতিনহো করেছেন ৪১টি গোল।