ব্রিস্টল সিটিকে হারাতেই ঘাম ঝরেছে ম্যানসিটির

লিগ কাপের সেমিফাইনালে উঠে চমকে দিয়েছিল ব্রিস্টল সিটি, তাও আবার ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলকে হারিয়ে। শেষ চারের লড়াইয়ে ম্যানচেস্টার সিটিও খুব সহজেই পার পায়নি তাদের কাছ থেকে। ইংলিশ লিগের অন্যতম ফেভারিট দলকে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে অতিকষ্টে জিতেছে। শেষ মুহূর্তে সার্জিও আগুয়েরোর গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচে প্রথমে এগিয়েও যায় ব্রিস্টল সিটি। পেনাল্টি থেকে ৪৪ মিনিটে ববি রিডের গোলে এগিয়ে যায় তারা।
বিরতির পর সমতায় ফিরে ম্যানসিটি। ৫৫ মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড কেভিন ডি ব্রুইনের গোলে ম্যাচের সমতায় ফিরেছে তারা।
১-১ গোলের সমতায় ম্যাচ যখন শেষ হতে চলছিল, তখনই দলকে সাফল্য এনে দেন সার্জিও আগুয়েরো। ম্যাচের ইনজুরি সময়ে জয়সূচক গোলটি করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
প্রথম লেগের এই জয় ম্যানসিটিকে অনেকটাই এগিয়ে দিয়েছে। আগামী ২৪ জানুয়ারি প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগ আবার মুখোমুখি হবে দুই দল।