কুতিনহোর স্বপ্ন পূরণ

কুতিনহো নাটক অবশেষে শেষ হলো ১৪২ মিলিয়ন ডলারের বিনিময়ে। নাটকের টানাপড়েনের মতো এখানে বিরহও ছিল। বিরহ অবশ্যই কুতিনহোর। নিজের স্বপ্নের ক্লাবে আসতে না পারার বিরহে পুড়ছিলেন তিনি। অবশেষে তাঁর সে স্বপ্ন পূরণ হয়েছে, তিনি এখন বার্সেলোনার খেলোয়াড়।
দ্বিতীয় বৃহত্তম এই চুক্তিতে ২৫ বছরের ব্রাজিলিয়ান তারকা কতটা খুশি?, ‘এটা অবশ্যই আমার জন্য সম্মানের। আর ক্লাবের জন্য আমি ছাড় দিতেও প্রস্তুত !’
ধারণা করা হচ্ছে কুতিনহোকে ইনিয়েস্তার জায়গায় খেলানো হতে পারে। তিনি যে যোগ্য সেটা গত মৌসুমে প্রমাণও করেছেন ২০টি গোল এবং ১৩টি এসিস্টের মাধ্যমে। অথচ সেখানে ইনিয়েস্তার এক গোল এবং ৩ এসিস্ট।
কুতিনহো গত ১৮ মাসে দারুণ কিছু নৈপুণ্য দেখিয়েছেন। প্রিমিয়ার লিগে ৯০ মিনিটে গড়ে ২.৮১ সুযোগ তৈরি করেছেন তিনি। বার্সেলোনার পরিকল্পনা কুতিনহোকে দক্ষ মিডফিল্ডার হিসেবে তৈরি করা।
অন্যদিকে লিভারপুল কুতিনহোকে হারিয়ে কতটা ক্ষতিগ্রস্ত হলো? অবশ্যই লিভারপুল বেশ কৌশলী সিদ্ধান্ত নিয়েছে। কুতিনহোকে বিক্রি করে বিশাল অঙ্কের অর্থের মালিক হয়েছে লিভারপুল, যা দিয়ে নতুন গোলকিপার এবং বেশ কিছু ভালো ডিফেন্ডার কিনতে চায় তারা। অনেক ফুটবল বিশেষজ্ঞ কুতিনহোকে বিক্রি লিভারপুলের জন্য ইতিবাচক হিসেবেই ব্যাখ্যা করেছেন ।
লিভারপুল কুতিনহোর অভাব কতটা পূরণ করতে পারবে সেটা সময়ই বলে দেবে। কিন্তু কুতিনহো, মেসি, সুয়ারেজকে নিয়ে বার্সেলোনা অন্য ক্লাবগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াবে নিঃসন্দেহে।