দ্বিতীয় সারির দল নুমানসিয়ার সঙ্গে রিয়ালের ড্র!

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচেও সেল্টা ভিগোর বিপক্ষে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা। এর আগে ২০১৭ সালের শেষ ম্যাচও তারা ৩-০ গোলে হেরেছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। এবার কোপা ডেল রেতেও হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
গতকাল বুধবার রাতে কোপা ডেল রের রিয়াল শেষ ষোলোর ফিরতি লেগে ২-২ গোলে ড্র করেছে দ্বিতীয় সারির দল নুমানসিয়ার সঙ্গে। অবশ্য প্রথম লেগে ৩-০ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলে ৫-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইানলে উঠে যায় তারা।
ম্যাচের ১১ মিনিটে লুকাস ভাসকেজের গোলে এগিয়েও যায় রিয়াল। তবে ৪৫ মিনিটে ম্যাচের সমতা নিয়ে আসে নুমানসিয়া। গোলটি করেন গুইলেরমো।
৫৯ মিনিটে ভাসকেজ আবার গোল করে দলকে এগিয়ে দেন। এই ব্যবধানে যখন খেলা শেষ হতে চলছিল, তখনই আবার খেলার সমতা নিয়ে আসে তারা। ৮২ মিনিটে গুইলেরমো দলের এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করে খেলার সমতা নিয়ে আসেন।
অবশ্য ম্যাচের শেষ মুহূর্তে রিয়াল ফুটবলার ইসকোকে ফাউল করে নুমানসিয়ার দানি কালভোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন তিনি।