রিয়াল ফুটবলারদের জয়জয়কার

উয়েফা পাঠকদের ভোটে ২০১৭ সালের সেরা একাদশে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের জয়জয়কার। ২২ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেরা একাদশ নির্বাচনের জন্য ভোট গণনা করা হয়।
পাঠকেরা উয়েফা ডটকমের ওয়েবসাইট থেকে ৫০ জন ফুটবলার থেকে সেরা একাদশ বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন।
রিয়াল মাদ্রিদ থেকে সার্জিও রামোস, মার্সেলো, ক্রুস, মদ্রিক এবং ক্রিস্টিয়ানো রোনালদো চূড়ান্তভাবে দলে জায়গা করে নিয়েছেন, যেখানে কেবল লিওলেন মেসি বার্সেলেনো থেকে চূড়ান্তভাবে দলে স্থান পেয়েছেন!
প্রিমিয়ার লিগ থেকে ডিব্রুইন (ম্যান সিটি) , হ্যাজার্ড (চেলসি) , সিরি ‘এ’ থেকে বুফন এবং চিলিনি (জুভেন্টাস) এবং লিগ ওয়ান থেকে দানি আলভেজ উয়েফার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।