মেসি-নৈপুণ্যে সেল্টাকে উড়িয়ে দিল বার্সেলোনা

এ মৌসুমটা বেশ ভালোই কাটছে বার্সেলোনার। ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিও। গতকাল বৃহস্পতিবার রাতে আরো একবার মেসিকে দেখা গেল স্বমহিমায়। কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সেল্টা ভিগোকে।
অথচ এই সেল্টা ভিগোর সঙ্গে প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিলে বার্সেলোনা। এদিনের বড় জয়ে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
আর এই বিশাল জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মেসি। জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন তারকা, আরেকটিতে সহায়তা করেছেন।
ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের ১৩ মিনিটে বার্সেলোনা এগিয়ে যায় মেসির করা গোলে। আলবার বাড়ানো বলে হাফ ভলিতে জালে পাঠাতে মোটেও ভুল করেননি তিনি। ঠিক দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সেই মেসিই, ডি বক্সের বাইরে থেকে চমৎকার শটে।
২৮ মিনিটে বার্সার পক্ষে তৃতীয় গোলটি করেন জর্ডি আলবা, মেসির ক্রসে। তিন মিনিট পর কাতালান ক্লাবটির পক্ষে তৃতীয় গোলটি আসে স্ট্রাইকার লুইস সুয়ারেজের পা থেকে। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে আলতো শটে বল জালে পাঠান তিনি।
৬০ মিনিটে মেসিকে তুলে নেওয়া হলেও বার্সার আক্রমণের ধার কমেনি। পরবর্তী সময়ে আরো একটি গোল আদায় করে নেয় তারা।
৮৭ মিনিটে সেল্টার কফিনে শেষ পেরেকটি ঠুকেন ইভান রাকিতিচ। মরিয়া ডেম্বেলে কর্নারে চমৎকার হেডে গোলটি করেন তিনি।