কুতিনহো আসায় ভীত নন ইনিয়েস্তা

কুতিনহোর ন্যু ক্যাম্পে যোগ দেওয়ায় যেমন হইচই ফেলে দিয়েছে, ঠিক তেমনি গুজবও ছড়িয়েছে কুতিনহোর আগমনে ৩৩ বছর বয়সি বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার কপাল পুড়তে পারে। তিনি তাঁর জায়গা হারাতে পারেন।
অবশ্য এই গুজব স্বয়ং আন্দ্রেস ইনিয়েস্তা নিজেই উড়িয়ে দিয়েছেন। তিনি বেশ দৃঢ়তার সঙ্গেই বলেন, ‘ কোনো খেলোয়াড়ের জন্য আমাকে অবসর বা জায়গা থেকে সরে যেতে হবে না। এতটা দীর্ঘপথ পাড়ি দেওয়ার পর এসব আমার কাছে দুশ্চিন্তার বিষয় নয়। কুতিনহো কাতালোনিয়ায় এসেছেন যাতে আমরা আরো শক্তিশালী হয়ে প্রতিপক্ষকে পরাস্ত করতে পারি!’ আরো বলেন, ‘কুতিনহো অন্য খেলোয়াড়ের মতোই আমার একজন সতীর্থ এবং দলের সাফল্য মানেই আমাদের সবার সফলতা।’
ইনিয়েস্তা কুতিনহোর বেশ প্রশংসাও করেছেন, ‘সে তাঁর পজিশনে সেরা। যে ধরনের ফুটবলার আমরা বার্সেলোনায় প্রত্যাশা করি, কুতিনহো তেমনটাই খেলেন। সে দ্রুত, কৌশলী এবং দুই পায়েই ভালো খেলে থাকেন। বার্সেলোনার উন্নতির জন্য সহায়ক হবে সে!’