বার্সেলোনার রেকর্ড ভেঙে দিল লিভারপুল!

চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য সাফল্য পেয়েছে লিভারপুল। দীর্ঘ ১১ বছর পর টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দলটি। ২০০৭ সালের ফাইনালেও তাদের হারের আক্ষেপ নিয়ে বিদায় নিতে হয়। তবে এবার মোহামেদ সালাহর নৈপুণ্যে দলটি ফাইনালে ভালো ফলের প্রত্যাশা প্রার্থী। কৃতিত্বের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি এবার গড়েছে দারুণ এক রেকর্ড। বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের মালিক এখন ক্লপের দলটি।
গতকাল রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ ম্যাচে রোমার বিপক্ষে দুই গোল করে ইংলিশ ক্লাব লিভারপুল। তাতেই বার্সেলোনার ১৯৯৯-২০০০ মৌসুমের পুরোনো গোলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে সালাহর দল। ওই মৌসুমে ১৬ ম্যাচে ৪৫ গোল করেছিল কাতালান ক্লাবটি। আর্নেস্তো ভালভার্দের ১৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে এখন লিভারপুলের গোল সংখ্যা ১৪ ম্যাচে ৪৬টি।
মূলত সেনেগালের উইঙ্গার সাদিও মানে, মিসরের ফরোয়ার্ড সালাহ ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবার্তো ফিরমিনো— এই তিন ত্রয়ীর মাঠের অসাধারণ সব নৈপুণ্যে মেসিদের দীর্ঘদিনের একক আধিপত্যের রেকর্ড ভাঙতে সমর্থ হয় ক্লপরা। সালাহ পুরো মৌসুমজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি ও ফিরমিনো দুজনেই ১০টি করে গোলের দেখা পেয়েছেন।
অন্যদিকে সাদিও মানে তাদের থেকে পিছিয়ে আছেন এক গোলে।এই তিনজন মিলে ২৯ গোল করে রিয়াল মাদ্রিদের তিন ত্রয়ী ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলের ২৮ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন। এই তিন রিয়াল খেলোয়াড় ২০১৩-১৪ মৌসুমে এই গোলের রেকর্ড গড়েছিলেন।
উকরাইনের রাজধানী কাইভে আগামী ২৬ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-লিভারপুল।