ফিফার বিরুদ্ধে ‘নিষ্ঠুর ডাকাতির’ অভিযোগ সার্বিয়ার
সুইজারল্যান্ডের কাছে ২-১ গোল ব্যবধানের পরাজয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না সার্বিয়া। এই ম্যাচ হেরে পরের রাউন্ডে ওঠা অনেক কঠিন হয়ে গেছে দলটির জন্য। অবশ্য পরাজয়ের জন্য ফিফাকেই দোষারোপ করছে সার্বিয়ার ফুটবলপ্রধান স্লাভিসা কোকেজা। তাঁর মতে, তাঁদের সঙ্গে নিষ্ঠুর ডাকাতি করা হয়েছে।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিচালনার জন্য ছিলেন একজন জার্মান রেফারি। রেফারির প্রতিও অভিযোগ রয়েছে কোকেজার। তাঁর মতে, রেফারি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব খাটিয়েছেন, যার প্রভাব পড়েছে ম্যাচের ফলাফলে। এমনকি শাকিরি আর জাকার ডাবল ঈগল গোল উদযাপন নিয়েও সমালোচনা করেছেন তিনি। গোলের পর পাখির ওড়ার মতো ইঙ্গিত দিয়েছিলেন দুজন। যাকে মনে করা হচ্ছে আলবেনীয় জাতীয় পতাকার প্রতীক ডাবল ঈগলকে।
শাকিরি ও জাকা, দুজনেই এসেছেন সুইজারল্যান্ডের বাইরে থেকে। দুজনেই এসেছেন আলবেনিয়া থেকে। আর তাঁরা ধারণ করেন কসোভোর ঐতিহ্য। যে কসোভোর স্বাধীনতা এখনো মেতে নিতে নারাজ সার্বিয়া। সেই সার্বিয়াকে হারানোটা তাই শাকিরি ও জাকা দুজনের জন্যই একটা অন্য রকম বিজয়। দুজনেই গোল করার পর হাত দিয়ে ঈগলের মতো একটা প্রতীক দেখিয়েছেন, যা ছিল আলবেনিয়ার ফ্ল্যাগের মতো।
কোকেজা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি নিয়েও কথা বলেন। ভিএআর পদ্ধতির কারণে সার্বিয়া পেনাল্টির সুযোগ হারায়। কোকেজার মতে, সার্বিয়ার পেনাল্টি না পাওয়া রেফারির ব্যর্থতাকেই প্রমাণ করে। তিনি বলেন, ‘আমার মনে হয় না, সবকিছু কেবল ভিএআর পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ। পুরো ব্যাপারটাই তাদের নিয়ন্ত্রণে, যারা রেফারিকে নিয়োগ দিয়েছে।’
এমন ঘটনার পর ফিফার কাছে লিখিত অভিযোগ জানানোর কথা ভাবছে সার্বিয়া। তিনি বলেন, ‘আমরা ফিফার কাছে একটি অভিযোগ পাঠাব। আশা করি, ফিফা জড়িতদের শাস্তি দিয়ে পরিচ্ছন্ন খেলাকে উৎসাহিত করবে।’

স্পোর্টস ডেস্ক