‘নিজেকে এত সস্তা ভাবি না’
‘আমি নিজেকে এত সস্তা ভাবি না যে, একটা ট্রফি দিয়ে নিজেকে বিচার করব। আর দ্বিতীয়ত ক্রিকেট একটা ট্রফির জন্য খেলিনি।’
কাল এশিয়া কাপের ফাইনাল। আবারও বড় ট্রফির হাতছানি। সামনে ভারত। এ নিয়ে ব্যক্তিগত ভাবনা কী মাশরাফির? আজ বৃহস্পতিবার এক সাংবাদিকের এ ধরনের এক প্রশ্নের জবাবে এভাবেই বলেন ক্যাপ্টেন মাশরাফি।
পাকিস্তানের বিপক্ষে গতকাল বুধবারই দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ৩৭ রানে হারিয়েছে পাকিস্তানকে। বাংলাদেশের করা ২৩৯ রানের জবাবে প্রতিপক্ষের ইনিংস থেমে যায় ২০২ রানে।
এক সাংবাদিক মাশরাফিকে বলেন, ‘অনেক আসরে ফাইনালে গিয়েও আমরা পারিনি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় ভারতের সাথে গত দুই-তিন বছরে যতগুলো বড় ইভেন্টে গেছি, চ্যাম্পিয়নস ট্রফি, নিদাহাস ট্রফি ফাইনাল, এশিয়া কাপ ভারত ছিল আমাদের বাধা। এবার কি মনে হয়, আপনার জন্য ব্যক্তিগতভাবে এ বাধাটা টপকানোর একটা সুযোগ?
মাশরাফি বলেন, ‘প্রথমত, আমি নিজেকে এত সস্তা ভাবি না যে, একটা ট্রফি দিয়ে নিজেকে বিচার করি। আর দ্বিতীয়ত ক্রিকেট একটা ট্রফির জন্য খেলিনি। এটা বলতে পারি যে, বাংলাদেশের জন্য একটা ট্রফি হয়তো বা খুব ইমপোর্টেন্ট, কোনো একটা স্টেজে। আমার বিশ্বাস হয়তো বা কোনো একদিন ইনশা আল্লাহ বাংলাদেশ পাবে। এই জন্য বললাম, ইয়ং জেনারেশন যারা ক্রিকেটের দিকে আসতে চাচ্ছে বা যারা এখন টিমে আছে, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৬ খেলছে তারা হয়তো আরো বুস্টআপ হবে একটা ট্রফিতে। এক্ষেত্রে বলতে পারেন যে, বাংলাদেশের জন্য একটা ট্রফি দরকার। কিন্তু সেটা এখনই বা কালকে হলে সমস্যা, সেটা না। আর ব্যক্তিগত মাশরাফিকে ট্রফি দিয়ে বিচার করলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি নিজেকে এত সস্তা ভাবি না।’

নিজস্ব প্রতিবেদক