অবশেষে জয় পেল চেলসি

ব্যর্থতার বৃত্ত ভেঙে অবশেষে জয়ের দেখা পেয়েছে চেলসি। সর্বশেষ দুটি ম্যাচে একটি হার ও একটি ড্রয়ের পর শনিবার অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর শিষ্যরা। বহু প্রতীক্ষিত এই জয় দিয়ে পয়েন্ট তালিকার ১১তম অবস্থানে উঠে এসেছে গতবারের শিরোপাজয়ীরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের সপ্তাহে জয় পেয়েছে প্রায় সব বড় দল। রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকের সুবাদে নিচের সারির দল এএফসি বোর্নমাউথকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। নয় ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। ম্যানসিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলের জয় পেয়েছে এভারটনের বিপক্ষে। শিরোপার আরেক প্রধান দাবিদার আর্সেনালও ওয়াটফোর্ডের বিপক্ষে জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। নয় ম্যাচ শেষে ম্যানইউ ও আর্সেনালের ঘরে জমা হয়েছে ১৯ পয়েন্ট। তবে নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের তত্ত্বাবধানে প্রথম ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। টটেনহামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ১৩ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে আছে অল রেডরা।
এবারের মৌসুমের প্রথম নয়টি ম্যাচের মধ্যে চেলসি হারের মুখ দেখেছে চারটিতে। ড্র করেছে দুটিতে। আর শনিবার পেয়েছে তৃতীয় জয়। সর্বশেষ দুই ম্যাচে জয়বঞ্চিত থাকার পর অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলের জয়টা তাই অনেক স্বস্তি হয়ে এসেছে চেলসি শিবিরে। কোচ মরিনিয়ো হয়তো ফেলেছেন স্বস্তির নিশ্বাস। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘কীভাবে ভালো ফল আনা যায়, সে ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। আর যখন সেটা আসতে শুরু করে, তখন আমাদের আত্মবিশ্বাস বজায় থাকে। আমরা দেখানো শুরু করতে পারি যে আমরা সত্যিই কী করতে পারি।’