ব্যালন ডি’অর অনুষ্ঠানে জোতাকে স্মরণ, ছিলেন তাঁর স্ত্রীও

পর্তুগিজ তারকা দিয়াগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ফুটবল দুনিয়ায়। সাবেক লিভারপুল তারকা দিয়াগো জোতার জীবন ও ক্যারিয়ারকে স্মরণ করা হয়েছে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে। প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোতার স্ত্রী রুতে কারদোসো।
চলতি বছরের ৩ জুলাই ভোরে, উত্তর স্পেনের জামোরা অঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা প্রাণ হারান। তাদের মৃত্যুতে ফুটবল দুনিয়ায় শোকের ছায়া নেমে আসে। এরপরের মাসগুলোতে দুই ভাইয়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে আসছে সতীর্থ, ভক্ত ও সহকর্মীরা। সর্বশেষ গতকাল ব্যালন ডি’অর তাদের শ্রদ্ধা জানানো হয়।
ব্যালন ডি’অর অনুষ্ঠানের উপস্থাপিকা কেট স্কট বলেন, ‘এই গ্রীষ্মে, পুরো ফুটবল পরিবার স্তব্ধ হয়ে গিয়েছিল যখন আমরা জানতে পারি দিয়াগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।’
নেদারল্যান্ডসের কিংবদন্তি রুড গুলিট যোগ করেন, ‘জোটা ছিলেন ভক্তদের প্রিয়, যিনি তার ক্লাব ও দেশের জন্য সবকিছু দিয়ে খেলতেন। সতীর্থ ও সমর্থকদের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি। চলুন আমরা সবাই একসাথে তাঁদের স্মরণ করি।’
এরপর চলতে থাকে একটি ভিডিও রিল, যেখানে জোতা ও তার ভাইয়ের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো দেখানো হয়। সেই সঙ্গে বিগত মাসগুলোতে যেসব খেলায় তাদের শ্রদ্ধা জানানো হয়েছে, সেগুলোর কিছু চিত্রও তুলে ধরা হয়।
ভিডিও চলাকালীন দর্শকদের মধ্যে আবেগাপ্লুত হতে দেখা যায় জোতার লিভারপুল সতীর্থ ভারজিল ফন ডাইক ও আলিসন বেকারকে। তাদের সঙ্গে ছিলেন প্যারিস সেন্ট জার্মেই ও পর্তুগালের তরুণ তারকা জোয়াও নেভেসও।
এরপর স্কট আবারও বলেন, ‘আমরা জানি, আজ সন্ধ্যায় জোতা ও আন্দ্রের পরিবার আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন। শুধু বলতে চাই আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
জোতার দীর্ঘদিনের সঙ্গী ছিলেন কারদোসো। সড়ক দুর্ঘটনায় জোতার মৃত্যুর মাত্র ১১ দিন আগে তারা বিয়ে করেন। কারদোসো লিভারপুল দলের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে আসেন। যে কারণে সেই সময়টা ছিল আরও বেশি আবেগঘন।