হায়দারের প্রশংসায় মাশরাফি-সাকিব

এবারের বিপিএল শুরু হওয়ার আগে তেমন পরিচিতি ছিল না তাঁর। অনূর্ধ্ব-১৭ আর অনূর্ধ্ব-১৯ দল ছাড়াও জাতীয় লিগে কয়েকটি ম্যাচ খেলেছেন। কিন্তু নিজেকে চেনাতে পারেননি। তবে বিপিএল শুরু হতেই আবু হায়দার সাফল্যে ভাস্বর। এই তরুণ বাঁহাতি পেসার বিপিএলে প্রথম খেলতে এসেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তাঁর ঈর্ষণীয় পারফরম্যান্স মন কেড়ে নিয়েছে সবার। কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে কুমিল্লাকে জয় এনে দিতে বড় ভূমিকা হায়দারের। তিন ওভার বল করে ১৯ রান দিয়ে নিয়েছেন চারটি মূল্যবান উইকেট। শুধু এই ম্যাচে নয়, পুরো টুর্নামেন্টেই ধারাবাহিকভাবে ভালো বল করছেন তিনি। ১১ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়ে হায়দারই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
বরিশালের অধিনায়ক মাশরাফি দলের সফলতম বোলারের পারফরম্যান্সে মুগ্ধ, ‘প্রথম দিন থেকেই আমার মনে হয়েছে হায়দারের ভালো করার সামর্থ্য আছে। সে তার প্রমাণও দিয়ে চলেছে। আমার বিশ্বাস সে অনেক দূর যাবে, ভবিষ্যতে দেশকে অনেক কিছু দেবে। তার মতো বোলার জাতীয় দলের জন্যও প্রয়োজন। যদিও আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট একেবারেই ভিন্ন।’
হায়দার সম্পর্কে সাকিবের মূল্যায়ন, ‘আমি কখনোই কাউকে নিয়ে হুট করে কোনো মন্তব্য করি না। তবে হায়দার সম্পর্কে আমাকে কিছু বলতেই হচ্ছে। মাঠে তাকে যতটা দেখেছি তাতে মনে হয়েছে তার ভালো করার ক্ষমতা আছে। সে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ।’