অস্ত্রোপচারে ‘পাথরমুক্ত’ মেসি

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চীনের গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। হঠাৎ করে পেটে ব্যথা শুরু হওয়ার পর জানা যায়, বার্সেলোনা তারকার কিডনিতে নাকি পাথর আছে! মেসি-ভক্তদের জন্য সুখবর, অস্ত্রোপচার করে সেই পাথর অপসারণ করা হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।
রেনাল কলিক নামের রোগ থেকে মুক্ত হওয়ার জন্য অস্ত্রোপচার করাতেই হতো মেসিকে। স্প্যানিশ ক্রীড়াদৈনিক এএস জানিয়েছে, শুক্রবার অস্ত্রোপচারের পর ভালোই আছেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তবে স্বাভাবিকভাবেই দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি।
রোববার ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ আর্জেন্টিনার রিভার প্লেট। এই ম্যাচে মেসি খেলতে পারবেন কি না, তা এখনো জানাতে পারেনি বার্সা কর্তৃপক্ষ। মাঠে নামতে পারলে ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বারের মতো স্বদেশের কোনো ক্লাবের বিপক্ষে খেলার সুযোগ হবে মেসির।
দলের সবচেয়ে বড় তারকার পাশাপাশি নেইমারকে নিয়েও সংশয়ে বার্সেলোনা। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড চোট আক্রান্ত। যে কারণে সেমিফাইনালে তিনি খেলতে পারেননি। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে মেসি-নেইমারের অনুপস্থিতি দলকে বুঝতেই দেননি লুইস সুয়ারেজ। তাঁর হ্যাটট্রিকে এভারগ্রান্ডেকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গত মৌসুমের ট্রেবলজয়ীরা।
ফাইনালেও লুইস এনরিকের শিষ্যরাই ফেভারিট। বার্সেলোনার সামনে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা জয়ের সুযোগ।