ক্ষমা চেয়ে সরে দাঁড়ানোর ঘোষণা বাংলাদেশ কোচের
শনিবার মালদ্বীপের কাছে হারের পরই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। দলটির কোচ মারুফুল হক এই ব্যর্থতা নিজের ঘাড়ে নিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি আর কোচের পদে থাকতে নারাজ। দলের এ ব্যর্থতার জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
রোববার ভারতের কেরালায় বসে এ ঘোষণা দেন মারুফুল হক। তিনি বলেন, ‘আমার সঙ্গে চুক্তি ছিল এই সাফ পর্যন্ত। আমি জানি না, এই চুক্তি নবায়ন করা হবে কি না। তবে আমার আত্মোপলব্ধি হচ্ছে, আমার সময়েই সাফে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা দেখিয়েছে। তাই বাফুফে চাইলেও কোচের পদে আমার আর না থাকাটাই ভালো হবে। আমি না থাকারই পক্ষে।’
আশা পূর্ণ করতে না পেরে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন মারুফ, ‘বড় আশা নিয়ে বাফুফে আমাকে কোচের দায়িত্ব দিয়েছিল। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তাই দেশবাসীর কাছে আমি ক্ষমা চাইছি।’
উয়েফার ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স করা মারুফুল গত ২৪ নভেম্বর বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পান। ইতালিয়ান ফাবিও লোপেজকে বরখাস্ত করে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।
কিন্তু তাঁর অধীনে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসরে বাংলাদেশ চরমভাবে ব্যর্থতা দেখিয়েছে। আফগানিস্তান ও মালদ্বীপের কাছে দুই ম্যাচ হেরেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাঁর দলের।