ক্রীড়াঙ্গনে রোমাঞ্চের বছর ২০১৬
ক্রিকেট বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ বেশ কয়েকটি জমজমাট প্রতিযোগিতা উপহার দিয়েছিল ২০১৫ সাল। নতুন বছরেও ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটি রোমাঞ্চকর আসর। চার বছর পর ২০১৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা অলিম্পিক। ফুটবলে থাকছে ইউরো চ্যাম্পিয়নশিপ আর কোপা আমেরিকার বিশেষ আসর। অন্যদিকে ২০১৬ সালের ক্রিকেট অঙ্গন সরগরম থাকবে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে।
রিও অলিম্পিক
আগামী আগস্টে ব্রাজিলের রিও ডি জেনিরোতে হতে যাচ্ছে সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর অলিম্পিক। ২০০টিরও বেশি দেশের ১০ হাজারেরও বেশি অ্যাথলেট অংশ নেবেন এবারের অলিম্পিকে। তবে নিঃসন্দেহে সবার মনোযোগের কেন্দ্রে থাকবেন জ্যামাইকান অ্যাথলেট উসাইন বোল্ট। ২০১৬ সালেই হয়তো শেষবারের মতো অলিম্পিকে অংশ নিতে দেখা যাবে বিশ্বের দ্রুততম মানবকে। ২০০৮ ও ২০১২ সালের মতো এবারও বোল্ট তিনটি ইভেন্টের সোনা জিততে পারেন কি না, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রীড়াবিশ্ব।
ফুটবল
২০১৬ সালেও ইউরোপীয় ক্লাব ফুটবলের জমজমাট লড়াই থাকছে বছরজুড়ে। তার সঙ্গে যোগ হতে যাচ্ছে ইউরোপের ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াই। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা সংক্ষেপে ইউরো ফুটবলপ্রেমীদের মনোযোগ কেড়ে নেবেই। আগামী ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরোতে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ২৪টি দেশ।
১৯৮৪ সালের পর আবার নিজ দেশে আয়োজিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের সুযোগ ফ্রান্সের সামনে। অন্যদিকে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে ফ্রান্সের মাটিতে পা রাখবে গত দুবারের চ্যাম্পিয়ন স্পেন। ২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মানি লড়বে চতুর্থবারের মতো ইউরোপ সেরার মুকুট পরার লক্ষ্যে। ইউরোতে সবচেয়ে বেশি তিনটি করে শিরোপা জয়ের কৃতিত্ব স্পেন আর জার্মানিরই।
২০১৬ সালে ফুটবল বিশ্বের আরেকটি আকর্ষণীয় প্রতিযোগিতা বিশেষ কোপা আমেরিকা। অন্যান্য বড় টুর্নামেন্টের মতো কোপা আমেরিকাও চার বছর পরপর হয়। গত বছর চিলিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল স্বাগতিক দল। তবে এ বছর কোপা আমেরিকা আয়োজন করা হচ্ছে বিশেষ ব্যবস্থায়। ১৯১৬ সালে প্রথম আসর অনুষ্ঠিত হওয়ার ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে এই বিশেষ কোপা আমেরিকা। আগামী জুনে যুক্তরাষ্ট্র বিশেষ কোপা আমেরিকা আয়োজনের সম্মান পেয়েছে। এবারই প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার বাইরের কোনো দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। যেখানে অংশ নেবে ১৬টি দেশ।
ক্রিকেট
ক্রিকেট অঙ্গনের জন্যও ২০১৬ সাল উপহার দিতে পারে বিশেষ কিছু স্মরণীয় মুহূর্ত। বছরের প্রথমভাগ জমজমাট থাকবে বড় কয়েকটি প্রতিযোগিতা দিয়ে। বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তরুণ ক্রিকেটারদের এই বিশ্বকাপে অংশ নেবে টেস্ট খেলুড়ে ১০টিসহ ১৬টি দেশ।
যুব বিশ্বকাপের রেশ ফুরাতে না ফুরাতেই শুরু হয়ে যাবে এশিয়া কাপ। ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আইসিসির একটি সহযোগী দেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
এশিয়া কাপের পরপরই ৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের ষষ্ঠ বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত আসরে জায়গা করে নেওয়ার জন্য বাংলাদেশকে অবশ্য পেরোতে হবে বাছাইপর্বের বাধা। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে বাছাইপর্ব খেলে মূল আসরে অংশ নিতে হবে মাশরাফিদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিরতি পাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অক্টোবরের আগে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ নেই বাংলাদেশের। অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। বছরের শেষে ডিসেম্বরে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে।

স্পোর্টস ডেস্ক