নিউজিল্যান্ডের ভিসা পেলেন আমির

পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মোহাম্মদ আমির। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে পাকিস্তানের এই বাঁহাতি পেসারের মাঠে নামতে আর কোনো বাধা নেই। কারণ, তাঁর নিউজিল্যান্ডের ভিসা পেতে সমস্যা হয়নি। এ সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে পাকিস্তান।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন আমির। ইচ্ছাকৃতভাবে নো বল করার মতো অপরাধে জড়িত থাকায় শাস্তি হয়েছিল পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট ও আরেক পেসার মোহাম্মদ আসিফেরও। ইংল্যান্ডের মাটিতে অপরাধের সঙ্গে জড়ানোয় বাকি দুজনের সঙ্গে কারাদণ্ডও হয়েছিল আমিরের। তবে তখন মাত্র ১৮ বছর বয়সের কারণে তাঁকে যেতে হয়েছিল কিশোর সংশোধন কেন্দ্রে।
গত বছর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই সাফল্য পেয়েছেন আমির। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট কায়দে আযম ট্রফির বাছাইপর্বের চার ম্যাচে ৩৪ উইকেট নেওয়ার পর মূল প্রতিযোগিতায় নিয়েছিলেন ১৭ উইকেট। এর পর বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে নয় ম্যাচে ১৪ উইকেট নিয়ে প্রমাণ করেছেন, নিষেধাজ্ঞা তাঁর আগুন-ঝরানো বোলিংকে ম্লান করে দিতে পারেনি।
এমন চমৎকার পারফরম্যান্সের জন্যই নিউজিল্যান্ড সফরের দলে আমিরকে রাখতে দ্বিধা করেননি পাকিস্তানের নির্বাচকরা। তবে সংশয় ছিল, একজন ‘জেলখাটা’ ক্রিকেটারকে নিউজিল্যান্ড ভিসা দেবে কি না তা নিয়ে। সেই সংশয় দূর হয়ে ভিসা হাতে পেয়ে আমির উচ্ছ্বসিত। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘আগামী রোববার বিমানে ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
যদিও আমিরের জাতীয় দলে ফেরার আগে পাকিস্তানের ক্রিকেটে কম জল ঘোলা হয়নি। শুরুতে তাঁর সঙ্গে অনুশীলনে অংশ নিতে আপত্তি জানিয়েছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী ও অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। পরে অবশ্য সব ঝামেলা মিটে গেছে। নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও আমিরের খেলা নিয়ে প্রশ্ন তোলেন কি না, তা নিয়ে কিছুটা হলেও সংশয় ছিল। তবে পাকিস্তানিদের সব সংশয় দূর করে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, ‘সেই সময় তার বয়স খুব কম ছিল। আমার মনে হয়, সে খুব ভালো একটা পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছে। যদি সে আমাদের বিপক্ষে মাঠে নামে, তাহলে আমরা বর্তমান সময়ের আমিরের বিপক্ষেই খেলব। আগের সেই আমির নয় যে কম বয়সে একটা ভুল করে ফেলেছিল।’