জয় দিয়ে বছর শুরুর লক্ষ্য তামিমের
২০১৫ সালে একের পর এক সাফল্যের আনন্দে ভেসেছিল বাংলাদেশের ক্রিকেট। ২০১৬ সালও সাফল্যে স্মরণীয় করে রাখার স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আপাতত তাঁদের লক্ষ্য ভালোভাবে বছর শুরু করা। আগামী ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে বছরের শুরুটা ভালোভাবে করার প্রত্যয় ব্যক্ত করেছেন তামিম ইকবাল। শুক্রবার খুলনা যাওয়ার পথে যশোর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান।
খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন তামিম। যশোর বিমানবন্দরে পৌঁছে তিনি বলেছেন, ‘২০১৫ সাল যেভাবে শুরু করেছিলাম, সেভাবেই নতুন বছর শুরু করতে চাই। বিশ্বকাপের জন্য এই সিরিজ ভালো প্রস্তুতি হিসেবে কাজ করবে। চারটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
গত বছর বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের ভিত্তি ছিল ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেট। এবার টি-টোয়েন্টিতেও নিজেদের সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জ সামনে রেখে প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেই লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তামিম। তবে জিম্বাবুয়ে সম্পর্কে তার কণ্ঠে যথেষ্ট শ্রদ্ধা, ‘টি টোয়েন্টিতে জিম্বাবুয়ে খুব ভালো দল। ওদের হারাতে হলে আমাদের সেরাটাই দিতে হবে।’
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ইউএস বাংলা এয়ারওয়েজে যশোর বিমানবন্দরে এসে পৌঁছায় জাতীয় ক্রিকেট দল। আধা ঘণ্টা অবস্থানের পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ দলের বাস খুলনার উদ্দেশে রওনা হয়। ১৫, ১৭ ২০ ও ২২ জানুয়ারি টি-টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচই হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

সাইফুল ইসলাম সজল, যশোর