এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক
দেশ ছাড়ার আগে খুব একটা আশাবাদের কথা শোনাননি ক্রীড়াবিদ ও কর্মকর্তারা। গেমসেও ঠিক তাই দেখা যাচ্ছিল। শুক্রবার শুরু হওয়া এই গেমসে খুব একটা সাফল্য পাচ্ছিল না বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের পদক-খরা ঘুচেছে। ভারোত্তোলনে মোল্লা সাবিরা সুলতানার হাত ধরে প্রথম পদক পেল বাংলাদেশ।
শনিবার ভারতের গুয়াহাটিতে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের ভারোত্তোলনের ৪৮ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জপদক জিতেছেন মোল্লা সাবিরা।
এসএ গেমসে মেয়েদের ভারোত্তোলন অন্তর্ভুক্ত হয়েছে এবারই প্রথম। প্রথমবার অংশ নিয়ে ব্রোঞ্জপদক জিতে বলা যায় মোল্লা সাবিরা ইতিহাস গড়লেন।
সব মিলিয়ে ১৪৩ কেজি ওজন তুলে মোল্লা সাবিরা এই পদক পান। এই ইভেন্টে ১৬৯ কেজি তুলে স্বর্ণপদক জিতেছেন ভারতের মীরাবাঈ চানু। আর ১৪৫ কেজি ওজন তুলে রৌপ্যপদক পান শ্রীলঙ্কার দিনুশা হানসানি।
এবারের এসএ গেমসে আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কাবাডি, শ্যুটিং, সাঁতার, ভলিবল, তায়কোয়ান্দো, ভারোত্তোলন, কুস্তি, সাইক্লিং, বাস্কেটবল, হ্যান্ডবল, ফুটবল, জুডো, টেনিস, হকি, খো খো, উশু ও স্কোয়াশে অংশ নিচ্ছে বাংলাদেশ।