টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারতে কি আসবে পাকিস্তান?
ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপে অনিশ্চয়তা তৈরি হয়েছে পাকিস্তানকে নিয়েও। রাজনৈতিক টানাপড়েনের কারণে পাকিস্তান শেষপর্যন্ত ভারতে আসবে কি না, তা নিয়ে চলছে জটিলতা। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কেবল পাকিস্তানি ক্রিকেটাররা ভারতে আসবেন বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খান।
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের চিরবৈরিতা চলছে জন্মলগ্ন থেকেই। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে সেই সম্পর্কের আরো অবনতি হয়েছে। যার প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। ২০০৭ সালের পর থেকে কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। ক্রিকেট বিশ্বও বঞ্চিত হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের জমজমাট লড়াই থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রতিযোগিতাতেও প্রভাব ফেলছে এই দুই দেশের রাজনৈতিক টানাপড়েন। ভারতে গিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে এখন সরকারের সম্মতি পাওয়ার অপেক্ষা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির প্রধান শাহরিয়ার খান বলেছেন, ‘আমরা আইসিসিকে বলেছি যে, এখন সব কিছু নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। আমাদেরকে এটা বুঝতে হবে যে, ভারতে বিশেষভাবে পাকিস্তানকেন্দ্রিক একটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এ কারণেই আমরা এখানে পাকিস্তান সরকারকে জড়াতে বাধ্য হয়েছি।’ শেষপর্যন্ত ভারতে আসতে না পারলেও নিজেদের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে অবশ্য সম্মত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
২০১৪ সালে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ খেলার ব্যাপারে একটা চুক্তিও করেছিল ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড। প্রথমটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০১৫ সালের ডিসেম্বরে। কিন্তু ভারতীয় সরকারের সম্মতি পাওয়া যায়নি, এমন অজুহাতে সেই সিরিজ খেলতে রাজি হয়নি ভারত।
১৫ মার্চ থেকে ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। সূচি অনুযায়ী ১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে প্রথম ম্যাচ খেলার কথা পাকিস্তানের। ১৯ মার্চ ধর্মশালায় একে অপরের মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের।

স্পোর্টস ডেস্ক