ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপও মাতলেন ‘স্প্রিঙ্গার নৃত্যে’
ক্রিকেট-বিশ্বকে অনেক স্মরণীয় মুহূর্তই উপহার দিয়েছে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। শ্রীলঙ্কান স্পিনার চমক দেখিয়েছেন দুই হাতে বল করে। ‘মানকড় রানআউটের’ জন্ম দিয়ে বিতর্ক ছড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কেমো পল। তবে সবচেয়ে নজর কাড়লেন ও সাড়া ফেললেন বোধ হয় ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার সামার স্প্রিঙ্গার। ব্যাট বা বল হাতে অবিস্মরণীয় কোনো নৈপুণ্য দিয়ে নয়, স্প্রিঙ্গার ক্রিকেট-বিশ্বে হৈচৈ ফেলে দিয়েছেন নাচ দিয়ে। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে জয়রাজ শেখের উইকেট নিয়ে অদ্ভুত এক নাচের মাধ্যমে উদযাপন করেছিলেন স্প্রিঙ্গার। পরে এটাকেই নিজের ট্রেডমার্ক বানিয়ে ফেলেছেন এই ডানহাতি পেসার। নিজের এই নাচের একটা নামও দিয়েছেন স্প্রিঙ্গার—‘চেস্ট রোল’।
স্প্রিঙ্গারের এই নাচ দারুণ সাড়া জাগিয়েছে পুরো ক্রিকেট-বিশ্বে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়া ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ক্রিকেটাররাও স্প্রিঙ্গারের মতো নেচে শুভকামনা জানিয়েছেন তরুণ ক্রিকেটারদের। ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভোদের দেখা গেছে স্প্রিঙ্গারের ‘চেস্ট রোল’ নাচতে নাচতে হাসিতে ফেটে পড়তে। এমনকি ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে ধারাভাষ্যকক্ষে এই স্প্রিঙ্গার নৃত্যে মেতে উঠতে দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপকেও।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল চলার সময় ধারাভাষ্যকক্ষে বিশপকে ‘স্প্রিঙ্গার নৃত্য’ দেখানোর অনুরোধ করেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডমিনিক কর্ক। শুরুতে সেটা এড়িয়ে যেতে চাইলেও পার পাননি বিশপ। বসে বসেই স্প্রিঙ্গারের মতো নাচতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি পেসারকে।
দেখুন ধারাভাষ্যকক্ষে বিশপের সেই ‘স্প্রিঙ্গার নৃত্য’: