বাংলাদেশের আয়োজনের প্রশংসা দ্রাবিড়ের
বাংলাদেশে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে যুব বিশ্বকাপ শুরুর আগেই অস্ট্রেলিয়া নাম প্রত্যাহার করে নিয়েছিল। শুধু তাই নয়, এই একই কারণে গত বছর সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলতেও দলটি বাংলাদেশে আসেনি। এরপরও তরুণদের এই ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ সফলভাবেই আয়োজন করেছে। তাই শুধু এই আয়োজনই নয়, বাংলাদেশের নিরাপত্তারও প্রশংসা করেছেন ভারতীয় যুব দলের কোচ ও সাবেক তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়।
এই রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এবারের যুব বিশ্বকাপে ভারত রানার্সআপ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে তারা।
তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উঠে এসেছে আয়োজন আর নিরাপত্তা প্রসঙ্গ। ভারতীয় কোচ বলেন, 'এবারের যুব বিশ্বকাপ খুবই দারুণ ও সফল আয়োজন করেছে বাংলাদেশ। তা ছাড়া নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালো ছিল। যে কারণে নির্বিগ্নে আসরটি শেষ হতে পেরেছে।'
টুর্নামেন্টের আয়োজন নিয়ে প্রশংসা করলেও নিজ দলের পারফরম্যান্সে হতাশ দ্রাবিড়, 'এটা ঠিক যে ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারাটা আমাদের জন্য খুবই হতাশার। তবে প্রত্যেক অভিজ্ঞতাই তরুণ ক্রিকেটারদের শিক্ষার। এই পথচলা তাদের কেবল শুরু হয়েছে। আরো অনেক দূর যেতে হবে তাদের।'
ভারতীয় কোচ প্রশংসা করেন ওয়েস্ট ইন্ডিজ দলেরও, 'শুধু এই ম্যাচেই নয়, পুরো আসরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দারুণ খেলেছে। বিশেষ করে শেষ তিন ম্যাচে তারা চমৎকার ক্রিকেট খেলেই আসরের শিরোপা জিতেছে। এর জন্য তারা প্রশংসা পেতেই পারে।'