মুস্তাফিজের অভাব টের পেয়েছে লাহোর
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, পিএসএলের গ্রুপ পর্ব খেলে সদ্যই দেশে ফিরেছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ইনজুরির কবলে না পড়লে তাঁদের সঙ্গী হতে পারতেন তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। এ নিয়ে মুস্তাফিজের কোনো আফসোস না থাকলেও আক্ষেপ করতে হচ্ছে তাঁর দল লাহোর কোয়াল্যান্ডার্সের মালিককে। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পেছনে মুস্তাফিজের অনুপস্থিতি একটা বড় কারণ বলে বিবেচনা করছেন কোয়াল্যান্ডার্সের মালিক ফাওয়াদ রানা।
তামিমের দারুণ নৈপুণ্যে ভর করে গ্রুপ পর্বের শীর্ষস্থান নিয়ে পরবর্তী রাউন্ডে পা রেখেছে পেশোয়ার জালমি। সাকিব-মুশফিকের দল করাচি কিংস ততটা ভালো নৈপুণ্য দেখাতে না পারলেও পেরিয়ে গেছে গ্রুপ পর্বের বাধা। কিন্তু আট ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়তে হয়েছে লাহোরকে।
মুস্তাফিজের পাশাপাশি লাহোর দলে পায়নি বোলিং আক্রমণের আরেক প্রধান তারকা ইয়াসির শাহকে। পিএসএল শুরুর আগ দিয়ে ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন এই পাকিস্তানি স্পিনার। তাঁদের অনুপস্থিতি দল ভালোমতো টের পেয়েছে বলে মন্তব্য করেছেন লাহোরের মালিক রানা। তিনি বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক যে আমরা প্লে-অফ খেলতে পারলাম না। আমি আশা করেছিলাম দল আরো ভালো করবে।’
মুস্তাফিজের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লিকেও দলে ভেড়ানোর চেষ্টা করেছিল লাহোর কোয়াল্যান্ডার্স। কিন্তু সেই প্রচেষ্টাতেও সফল হতে পারেননি বলে জানিয়েছেন লাহোর কোয়াল্যান্ডার্সের মালিক রানা।
তামিমের মতো মুস্তাফিজও পিএসএলে অন্তর্ভুক্ত হয়েছিলেন গোল্ড ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে। এই বিভাগের খেলোয়াড়দের মূল্য ধরা হয়েছিল ৫০ হাজার ডলার। অন্যদিকে সাকিব ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে।

স্পোর্টস ডেস্ক