আফগানিস্তানের সামনে ১৬৬ রানের লক্ষ্য
আগের ম্যাচে অনেকটা অপ্রত্যাশিতভাবেই হেরে গিয়েছিল আফগানিস্তান। এশিয়া কাপের বাছাই পর্বের নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে মাত্র ১৬ রানে হেরেছিল তারা। দ্বিতীয় ম্যাচে সেই আফগানিস্তানের সামনে ওমান ছুড়ে দিয়েছে ১৬৬ রানের লক্ষ্য।
ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ওমান প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনীতে ৭২ রানের একটা জুটি গড়ে প্রতিপক্ষের সামনে ভালো একটা সংগ্রহ দাঁড় করানোর আভাস দেয়। শেষ পর্যন্ত তা পেরেছেও তারা, জিসান মাকসুদ ও আদনান ইলিয়াসের চমৎকার দুটি অর্ধশতকে নির্ধারিত বিশ ওভারে মাত্র চার উইকেটে হারিয়ে ১৬৫ রান করে।
মাকসুদ ৪২ বলে ৫২ রান করেন পাঁচটি চার ও দুটি ছক্কায়। আর ইলিয়াস মাত্র ২৭ বলে ৫৪ রান করেন। তিনটি চার ও চারটি ছক্কায় এই ইনিংসটি সাজিয়েছেন তিনি।
গুলবাদীন নায়েব ২৪ রানে দুই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ইনিংস গড়ার পথে খুব একটা বাধা হতে পারেননি। এ ছাড়া দৌলাত জাদরান ও আমির হামজা একটি করে উইকেট পান।
এই লক্ষ্য সামনে নিয়ে আফগানিস্তান ব্যাট করতে নেমে দলীয় মাত্র পাঁচ রানেই এক উইকেট হারিয়ে বসে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় ওভার ৬২ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে।

ক্রীড়া প্রতিবেদক