পূর্ণতা পেল মাশরাফির স্বপ্ন
অনেকদিন থেকেই তাঁর স্বপ্ন ছিল তরুণদের নিয়ে কাজ করার। ভাবনা ছিল, নিজ উদ্যোগে কিছু করার। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে তরুণদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে জাতিসংঘের একটি সংস্থা ইউএনডিপি। এই প্রতিষ্ঠান মাশরাফিকে শুভেচ্ছা দূত করেছে। মূলত দূত হিসেবে তিনি কাজ করবেন তরুণদের নিয়েই।
বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে ইউএনডিপির সঙ্গে মাশরাফির আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে শুভেচ্ছা দূতের একটি ক্রেস্টও।
তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তরুণরা কীভাবে ভালো কর্মসংস্থানের সুযোগ পাবেন মূলত এই বিষয় নিয়েই কাজ করবেন বাংলাদেশ অধিনায়ক। সংস্থাটির হয়ে জাতীয় পর্যায়ে তরুণদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করবেন তিনি।
তরুণদের নিয়ে কাজ করার সুযোগে পেয়ে বেশ উচ্ছ্বসিত মাশরাফি বলেন, 'আমার অনেকদিনের স্বপ্ন ছিল তরুণদের নিয়ে কিছু একটা করার। ব্যক্তিগতভাবে বিভিন্ন ভাবনাও মাথায় কাজ করছিল। ঠিক তখনই ইউএনডিপি তরুণদের নিয়ে কাজ করার প্রস্তাব দেওয়ায় আমি এক কথায় রাজি হয়ে গেছি। কারণ তারা আমার স্বপ্নের পূর্ণতার সুযোগ করে দিয়েছে।'
বাংলাদেশের তরুণদের নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ অধিনায়ক বলেন, 'বাংলাদেশের তরুণরা এখন বেশ উদ্যোগী। শুধু পাচ্ছে না তারা সুযোগ। তাদের পাশে থেকে কিছু পরামর্শ এবং সহযোগিতা করলে, আমার বিশ্বাস তারা অনেকদূর যাবে। কারণ তারাই পারবে দেশকে এগিয়ে নিতে।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স। মাশরাফিকে তাঁদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে পেরে তিনি বলেন, 'আমরা যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে পেরেছি, যিনি আমাদের কার্যক্রমকে আরো বেগবান করতে পারবেন। আমরা দেখেছি মাঠে এবং এর বাইরে তাঁর সম্পৃক্ততা। তরুণদের অনুপ্রাণিত করতে তিনি দারুণ ভূমিকা রাখবেন বলে আমার বিশ্বাস।'