‘বৃষ্টি পড়তে পারে, তবে ম্যাচে সমস্যা হবে না’
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের দিনই প্রবল বৃষ্টি হয়েছিল। খেলা শুরুর বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ায় সেদিনের বাংলাদেশ-ভারত ম্যাচে কোনো প্রভাব পড়েনি। এবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগেও বৃষ্টির চোখরাঙানি। আজ বুধবার খেলা শুরুর কিছুক্ষণ আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। অবশ্য অল্প কিছুক্ষণের মধ্যেই এই বৃষ্টি থেমে যায়।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় মিনিট পাঁচের এই বৃষ্টি খেলায় মোটেও প্রভাব ফেলেনি। ঠিক সময়েই শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যায় ঢাকায় হালকা বৃষ্টি হবে। সঙ্গে বাতাসও থাকবে কিছুটা। অবশ্য এই বৃষ্টি খেলায় কোনো প্রভাব ফেলবে না।
আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, ‘হালকা বৃষ্টি পড়তে পারে। তবে ম্যাচে সমস্যা হবে না।’
গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত উদ্বোধনী ম্যাচের দিন প্রবল বৃষ্টি হয়েছিল। তখন পুরো মাঠ কাভার দিয়ে ঢেকে রাখতে হয়েছিল। সেদিন অবশ্য ভারতের কাছে স্বাগতিকরা ৪৫ রানে হেরেছিল।
বাংলাদেশ পরের দুটি ম্যাচে আরব আমিরাতকে ৫১ রানে এবং শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছিল। এদিন পাকিস্তানের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠে যাবে স্বাগতিকরা।
এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। তরুণ উইকেটকিপার নুরুল হাসান সোহানের জায়াগায় এসেছেন তামিম ইকবাল। চোটের কারণে এশিয়া কাপের বাইরে চলে যাওয়া পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পেয়েছেন স্পিনার আরাফাত সানি।

ক্রীড়া প্রতিবেদক