ফাইনালের টিকেটের জন্য ‘লড়াই’
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। নিজের দেশ ফাইনালে খেলছে, তাই টিকেট প্রত্যাশীদের আগ্রহের মাত্রাটা একটু বেশিই। একটা টিকেটের জন্য রাতভর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন দর্শকরা। সময় যত গড়ায় মিরপুর ১০ নম্বর সেকশনে ইউসিবিএলের শাখায় লাইন ধীরে ধীরে বড় হতে থাকে।
সকাল হতেই ফুটপাত ছাড়িয়ে টিকেট প্রত্যাশীদের এই লড়াই মূল সড়ক দখল করে নেয়। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে টিকেটের জন্য অপেক্ষা করলে সেই এলাকায় প্রবল যানজটের সৃষ্টি হয়। পুলিশ রাস্তা থেকে ক্রেতাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তখনই পুলিশ ও দর্শকদের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
শনিবার সকাল ১০টায় টিকেট বিক্রি শুরু হয়। এর অল্প কিছুক্ষণ পরই ক্রেতা ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে টিকেট বিক্রি বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১২টায় টিকেট বিক্রি বন্ধ ছিল।
এই ম্যাচের টিকেট পেতে শুক্রবার থেকেই কেউ কেউ লাইনে দাঁড়িয়ে ছিলেন। এই টিকেটের জন্য রাতভর লাইনেই দাঁড়িয়ে ছিলেন ক্রিকেটপ্রেমী দর্শকরা।
রোববার বাংলাদেশ ও ভারতের ফাইনাল ম্যাচটি শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায়।
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে খেলছে। এরআগে ২০১২ সালে একবার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেবার পাকিস্তানে কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়ে যায়।

ক্রীড়া প্রতিবেদক