চোটে আক্রান্ত সাকিব
পাঁজরের ডান পাশে ব্যথা পাওয়ার কারণে এশিয়া কাপের বাংলাদেশ দল থেকে ছিটকে পড়েছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ফাইনালের ঠিক আগের দিন শনিবার বিকেলে হঠাৎ করেই খবর আসে, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও চোটে আক্রান্ত হয়েছেন।
মিডিয়াকর্মীদেরও দৌড়-ঝাঁপ শুরু হয়ে যায়। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলামেরও দারস্থ হন সবাই খবরটি জানতে। তিনিও নিশ্চিত করেন, সাকিব চোটে আক্রান্ত হয়েছেন। তবে ফাইনালে তাঁর খেলা নিয়ে খুব একটা সংশয় নেই।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন বায়জেদুল সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিব মূলত ব্যাটিং অনুশীলন করছিলেন, এই সময় হঠাৎ একটি বল তাঁর উরুতে এসে লাগে। গত শুক্রবার এই ব্যথা পেয়েছিলেন তিনি। এতে অবশ্য সংশয়ের কোনো কারণ নেই, আশা করছি রোববার ফাইনালের আগেই তিনি সুস্থ হয়ে যাবেন।’
অবশ্য আগের দিনের পাওয়া ব্যথার কারণে শনিবার ব্যাটিং অনুশীলন করতে গিয়ে কিছুটা সমস্যা হয়েছে সাকিবের। দু-তিনটি বল খেলার পরই হালকা টান লাগে আগের সেই ব্যথায়। পরে তাই বিশ্রামে চলে যেতে হয় বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এই এশিয়া কাপেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাঁজরের ডান পাশে ব্যথা পান মুস্তাফিজ। তাই পুরো আসর থেকেই ছিটকে পড়েন এই বাঁহাতি পেসার। তাঁর জায়গায় দলে ফেরেন ওপেনার তামিম ইকবাল। তামিম অবশ্য সন্তানের জন্ম মুহূর্তে স্ত্রীর পাশে থাকতেই এশিয়া কাপের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। পরে মুস্তাফিজের চোট তাঁকে আবার দলে ফেরার সুযোগ করে দিয়েছে।