ঝড়ের কবলে স্টেডিয়াম, বিদ্যুৎ নেই

অনেক প্রতীক্ষার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর কথা সন্ধ্যা সাড়ে ৭টায়। পুরো বাংলাদেশের মানুষের দৃষ্টি আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দিকে। অথচ খেলা শুরুর কিছুক্ষণ আগে সোয়া ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় শুরু হয়েছে ঝড়।
প্রবল বাতাসের কারণে মাঠকর্মীরা শত চেষ্টা করেও পিচ ঢেকে রাখতে পারছেন না। তাই শঙ্কা দেখা দিয়েছে এশিয়া কাপের বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে।
আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে বৃষ্টি শুরু হয়। মিনিট দশেক পর থেমে যায়। সোয়া ৬টায় শুরু হয় ঝড়। এখনো তা অব্যাহত রয়েছে।
এর আগে দুপুরেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান এনটিভি অনলাইনকে জানান, আজ বিকেলের পরে বৃষ্টি হতে পারে। বিশেষ করে যে সময় খেলা চলবে, সে সময়ও দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবদুল মান্নান জানান, এখন যে মৌসুম চলছে সেখানে কিছুটা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ। তবে বৃষ্টি হলেও তার পরিমাণ খুব বেশি হবে না।
অবশ্য আজ রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।