আজ খেলা না হলে কী হবে বাংলাদেশের?
ধর্মশালায় যেভাবে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে তাতে আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ মাঠে গড়াবে কি না। তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে, যদি এই ম্যাচটি শেষ পর্যন্ত না হয় তাহলে বাংলাদেশের মূল পর্বে ওঠার সম্ভাবনা কতটুকু?
তবে হিসাব-নিকাশ বলছে, শেষ পর্যন্ত যদি বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ না হয়, তাহলে আয়ারল্যান্ডকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। এটা এক রকম নিশ্চিত। কারণ তারা প্রথম ম্যাচে ওমানের কাছে হেরেছে। নেদারল্যান্ডসের বিদায় নিশ্চিত হয়ে গেছে, ঠিক একই কারণে।
তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ‘এ’ গ্রুপে থাকল আর দুটি দল বাংলাদেশ ও ওমান। দুই দলই এখন পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে। ওমানের পয়েন্ট তিন। একটি জয় আর নেদারল্যান্ডসের সঙ্গে পরিত্যক্ত ম্যাচটি থেকে তারা একটি পয়েন্ট পেয়েছে।
আর বাংলাদেশের পয়েন্ট দুই। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছেন মাশরাফিরা। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হলে আরেকটি পয়েন্ট জমা পড়বে তাদের ঝুলিতে।
তাই বাংলাদেশ ও ওমান, দুই দলেরই তিন পয়েন্ট করে হওয়ায় ১৩ মার্চ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে তাদের। মূলত সে ম্যাচে যে দল জিতবে, তারাই মূল পর্বে খেলবে।
এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে আট রানে হারিয়েছিল। আর ওমান প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে জিতেছিল দুই উইকেটে।
ধর্মশালায় বৃহস্পতিবার রাত থেকেই এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার সকালে বৃষ্টি থামলেও আকাশের মুখ ছিল বেশ ভার। অবিরাম মেঘ-রোদ্দুরের খেলায় চিন্তার ভাঁজ পড়ছে মাশরাফিদের কপালে, মাঠে গড়াবে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচ?
সংশয়টা আরো জোরালো হয়েছে, শুক্রবার দুপুর থেকেই আবার যখন বৃষ্টি শুরু হয়। এক নাগাড়ে চলা এই বৃষ্টি মাঠে গড়াতেই দিল না নেদারল্যান্ডস ও ওমানের ম্যাচটি। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকেল সাড়ে ৩টায়। সন্ধ্যায় ম্যাচ রেফারি ধর্মশালায় দিনের প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
আজই রাত ৮টায় একই স্থানে শুরু হওয়ার কথা বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। অবিরাম বৃষ্টির কারণে এখন এই ম্যাচকে ঘিরেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আসরের বাছাই পর্বের কোনো রিজার্ভ ডেও নেই। মাঠে বল না গড়ালে তাই দুই দলকেই পয়েন্ট ভাগ করে নিতে হবে।

ক্রীড়া প্রতিবেদক