নবীর অর্ধশতকে আফগানদের বড় সংগ্রহ
দুই দলই জয় পেয়েছিল আগের দুই ম্যাচে। বাছাইপর্বের ‘বি’ গ্রুপে আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচকে তাই ‘ফাইনাল’ বলাই যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে ওঠার লড়াইয়ে ভালো সংগ্রহ গড়েছে আফগানরা। মোহাম্মদ নবীর দুর্দান্ত অর্ধশতক ছয় উইকেটে ১৮৬ রান এনে দিয়েছে তাদের। বাছাইপর্বে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ রান।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা আফগানদের সূচনা হয়েছিল দুর্দান্ত। স্কটল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলা মোহাম্মদ শাহজাদ জ্বলে উঠেছেন আবারও। এবার ২৩ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৪০ রান করেছেন আফগানিস্তানের এই ওপেনার।
শাহজাদের সৌজন্যেই মাত্র ২৯ বলে ৪৯ রানের উদ্বোধনী জুটি পেয়েছে আফগানরা। কিন্তু তাঁর বিদায়ের পর পথ হারিয়ে ফেলেছিল আইসিসির সহযোগী সদস্যরা। অধিনায়ক আসগর স্তানিকজাই রানের খাতা খুলতে পারেননি। চার নম্বরে নামা গুলবাদিন নাইব করেছেন মাত্র সাত রান।
৬৩ রানে চার উইকেট হারানোর পর হাল ধরেছেন নবী ও সামিউল্লাহ শেনওয়ারি। দুজনের মাত্র ৬৪ বলে ৯৮ রানের জুটিই বড় সংগ্রহ এনে দিয়েছে আফগানিস্তানকে। ৩৭ বলে ৪৩ রান করেছেন শেনওয়ারি। শেষ ওভারে রান আউট হওয়া নবীর অবদান ৫২ রান। ৩২ বলের ঝড়ো ইনিংসটি চারটি চার ও দুটি ছক্কায় সাজানো।

স্পোর্টস ডেস্ক