টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন তামিম
নতুন রেকর্ডটি ছুঁতে মাত্র ১১ রান প্রয়োজন ছিল তামিম ইকবালের। প্রথম কোনো বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে হাজার মালিক হওয়ার। টি-টোয়েন্টি বিশ্বাকাপের বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ম্যাচে তাই হয়তো শুরুতে কিছুটা সতর্ক ছিলেন এই বাঁ-হাতি ওপেনার।
শেষ পর্যন্ত এই রেকর্ডটি গড়লেন তামিম। দলীয় পঞ্চম ওভারে ওমান বোলার লাল চেতাকে চার মেরে তামিম এক হাজারি ক্লাবে ঢুড়ে পড়লেন। বিশ্বের ২৫তম ব্যাটসম্যান হিসেবে তামিম টি-টোয়েন্টিতে একহাজার রানের মালিক হয়েছেন।
এই ম্যাচ খেলতে নামার আগে তামিমের রান ছিল ৪৮ ম্যাচে ৯৮৯। দারুণ ফর্মে থাকা এই মারকুটে ব্যাটসম্যান এদিন রেকর্ডটি গড়ছেন তা আগেই অনেকটা অনুমেয় ছিল। শেষ পর্যন্ত তা করতে পেরেছেনও।
এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে তামিম ৮৩ রানের হারনামানা অসাধারণ একটি ইনিংস খেলেন। আর আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও ৪৭ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন এই বাঁ-হাতি ওপেনার।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই রেকর্ডের কাছাকাছি। তিনি ৪৯ ম্যাচে ৯৭৯ রান করে, নতুন এই রেকর্ড থেকে ২১ রান দূরে।
অবশ্য সাকিবের ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। ধর্মশালায় গত দুই ম্যাচের একটিতেও তিনি ব্যাটহাতে সাফল্য পাননি। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ রান করে সাজঘরে ফিরেন। আর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কোনো রান যোগ করতে পারেননি নিজের ঝুলিতে।
এ ছাড়া সাকিব এরই মধ্যে বল হাতে ৫০টিরও বেশি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ এখন ৫৫ উইকেট।
টি-টোয়েন্টিতে এর আগে ১০০০ রান ও ৫০ উইকেট নিতে পেরেছেন একজন ক্রিকেটারই, পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। এই পাকিস্তানি ক্রিকেটার ৯৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩১৫ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ৯৩টি।
সাকিব যদি আজ ব্যাট হাতে সাফল্য পান তাহলে তিনি হবেন ইতিহাস গড়া দ্বিতীয় ক্রিকেটার, যিনি এক হাজার রান ও ৫০টি উইকেট নিতে পেরেছেন।