শেষ দুই ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ
চলমনা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে খুব একটা ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের কাছে ৫৫ রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে ফেভারিট অস্ট্রেলিয়ার সঙ্গে দারুণ লড়াই করেও হেরেছিল তিন উইকেটে।
সুপার টেনে বাংলাদেশের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ দারুণ ফর্মে থাকা দুই দল ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে মনে রাখার মতো ভালো কিছু করতে চান মাশরাফিরা।
বুধবার ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘বরাবরই টি-টোয়েন্টিতে আমাদের পারফরম্যান্স খুব একটা ভালো না। তা নিয়ে হয়তো সমালোচনাও হচ্ছে। এবার আমাদের সামনে সুযোগ এসেছে নিজেদের প্রমাণ করার।’
তাই সুপার টেনের শেষ দুই ম্যাচ স্মরণীয় করে রাখার মতো কিছু করতে চান বলে জানান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, ‘সুপার টেনের শেষ দুই ম্যাচে আমরা দুই শক্তিশালী দলের মোকাবিলায় নামব। তারপরও আমরা মনে রাখার মতো কিছু করতে চাই। আমাদের চেষ্টা থাকবে তেমন কিছু করার।’