মুস্তাফিজে মেতেছে ক্রিকেট বিশ্ব
২০১৫ সালে অভিষেকের পর থেকেই চমক দেখিয়ে চলেছেন মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজেই ১৩ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছিলেন এই বাঁহাতি পেসার। আজ বিশ্বকাপের মতো বড় মঞ্চেও নিজেকে নতুন করে চিনিয়েছেন মুস্তাফিজ। পাঁচটি উইকেট নিয়ে প্রায় একাই গুঁড়িয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। দুর্দান্ত এই বোলিংয়ের পর ক্রিকেট বিশ্ব আরেকবার মেতেছে মুস্তাফিজ-বন্দনায়।
ইনজুরির কারণে বিশ্বকাপের শুরু থেকে মাঠে নামতে পারেননি মুস্তাফিজ। খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেটও পেয়েছিলেন। কিন্তু এতেও যেন ঠিক চেনা যাচ্ছিল না বাঁহাতি পেসের নতুন জাদুকরকে। তবে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর সেই আক্ষেপ করতে হয়নি মুস্তাফিজভক্তদের। দুর্দান্ত বোলিং করে মাত্র ২২ রানের বিনিময়ে মুস্তাফিজ নিয়েছেন পাঁচটি উইকেট।
বাংলাদেশ ম্যাচটা ৭৫ রানের বড় ব্যবধানে হেরে গেলেও মুস্তাফিজ ঠিকই প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট-বিশ্বের। ভারতের সাবেক স্পিনার অনিল কুম্বলে টুইটারে লিখেছেন, ‘দারুণ বোলিং করেছে মুস্তাফিজ। বাংলাদেশের পক্ষে সে-ই আলো ছড়িয়েছে পাঁচ উইকেট নিয়ে।’ ইংল্যান্ডের ক্রিকেটার লুক রাইট লিখেছেন, ‘অসাধারণ প্রতিভা। টেলিভিশনে দেখেও তার স্লোয়ার বল চিনতে পারা কঠিন।’ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পাবেন রাইট। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের ক্লাব সাসেক্সের সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভি ভি এস লক্ষণ টুইটারে লিখেছেন, ‘মুস্তাফিজ প্রত্যেকবারই আমাদের মুগ্ধ করে চলেছেন। তাঁর বলে দারুণ বৈচিত্র্য, আর বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ। অরেঞ্জ আর্মি কী বলবে?’
নিউজিল্যান্ডের স্কট স্টাইরিশও মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ। সাবেক এই অলরাউন্ডার এক টুইটে লিখেছেন, ‘কী চমৎকার বোলিংই না করলেন মুস্তাফিজুর রহমান। ২২ রানে পাঁচ উইকেট। প্রথমবারের মতো ওকে লাইভ দেখলাম, ওর স্লোয়ারগুলো সৌন্দর্যময়।’
মুস্তাফিজ প্রশংসা কুড়ালেও বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হয়েছে লজ্জাজনক হারের রেকর্ড গড়ে। ভারতের বিপক্ষে অবিশ্বাস্যভাবে এক রানে হারের পর আজ বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৭৫ রানের বড় ব্যবধানে। ৭০ রানে গুটিয়ে গিয়ে গড়েছে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ইনিংসের নতুন রেকর্ড।

স্পোর্টস ডেস্ক