সবার ওপরে সাব্বির, এগিয়েছেন মুস্তাফিজ
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে তাঁর অসাধারণ পারফরম্যান্সের সূচনা হয়েছিল। তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমানের দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ছিল এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তার পুরস্কার তিনি পেয়েছেনও বিশ্বকাপ পরবর্তী সময়ে।
বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও তার পরবর্তী সময়ে খেলোয়াড়দের কিছু অর্জন সেই হতাশা যেন ভুলিয়ে দিয়েছে। বিশেষ করে সাব্বিরের পারফরম্যান্স নজর কেড়েছে সবার। বিশ্বকাপে সাত ম্যাচ খেলে ২৪.৫০ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ১৪৭ রান।
তাই আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে উঠে গেলেন সাব্বির। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের ২০তম স্থানে ছিলেন তিনি। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের কারণে তিনি চার ধাপ উঠে এসেছেন, এখন তিনি ১৬তম স্থানে।
দারুণ পারফরম্যান্সে কারণে তাঁর রেটিং পয়েন্টও বেড়েছে। এখন তাঁর পয়েন্ট ৬৩২। বিশ্বকাপের আগে তাঁর পয়েন্ট ছিল ৫৭৪। এখন তাঁর পয়েন্ট বেড়েছে ৫৮।
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এ ছাড়া সাকিব আল হাসান ২৭তম, তামিম ইকবাল ৩৫, মাহমুদউল্লাহ ৬১ ও মুশফিকুর রহিম ৭৩তম স্থানে আছেন।
বিশ্বকাপের পর টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানের। এই প্রথম তিনি প্রথম ২০ জনের মধ্যে উঠে এসেছেন। এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে মুস্তাফিজ ৯ উইকেট নেন।
তরুণ এই বাঁ-হাতি পেসারের অবস্থান এখন ১৯তম। ৬০০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখানে উঠে এসেছেন।
অবশ্য টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান ১৩তম। এর পর আছেন পেসার আল আমিন হোসেন। তাঁর অবস্থান ১৭।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে বিরাট কোহলি। আর বোলারদের তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রি।