সেরা পারফরম্যান্সে তামিম-মুস্তাফিজ, লম্বা ছক্কায় সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমানের বিপক্ষে তামিম ইকবালের অসাধারণ শতকটির কথা নিশ্চই ভুলে যাননি ক্রিকেটপ্রেমীরা। এবারের বিশ্বকাপের সেরা দশ পারফরম্যান্সের মধ্যে তাঁর এই শতকটি স্থান পেয়েছে।
তামিম মাত্র ৬৩ বলে ১০৩ রানে সেই অসাধারণ ইনিংসটি খেলেছিলেন। অপরাজিতও ছিলেন শেষ পর্যন্ত। বাংলাদেশ দলের এই বাঁ-হাতি ওপানার সেই ইনিংসটি সাজিয়েছিলেন ১০টি চার ও ৫টি ছক্কায়।
শুধু তামিমের সেই শতকই নয়, বাংলাদেশের বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানের নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নেওয়া পারফরম্যান্সটিও এবারের বিশ্বকাপের সেরা দশে রয়েছে।
সেরা দশ পারফরম্যান্সের তালিকায় আরো আছে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিস গেইলের দুর্দান্ত শতক, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলির অপরাজিত ৮২ রান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুটের ৮৩ রান, নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শেহজাদের ৪৪ রান, ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ৭৩ রান ও বাংলাদেশের বিপক্ষে শহীদ আফ্রিদির ৪৯ রানের ইনিংসটি সেরা দশে জায়গা করে নিয়েছে।
এ ছাড়া বল হাতে আয়ারল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের পেসার পল ফন মিকেরেনের ১১ রানে ৪ উইকেট ও ভারতের বিপক্ষে ১১ রানে ৪ উইকেট পাওয়া নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনারের পারফরম্যান্সও সেরা দশে জায়গা করে নেয়।
পারফরম্যান্সে সেরা দশে জায়গা না পেলেও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও পিছিয়ে নেই। এবারের বিশ্বকাপে লম্বা ছক্কা মারার তালিকায় সাকিব আছেন শীর্ষ দশে। এ ক্ষেত্রে তাঁর অবস্থান ষষ্ঠ।
সাত ম্যাচে সাকিব পাঁচটি ছক্কা মারেন। প্রতিটির গড় দূরত্ব ৮৫.৬০ মিটার। একমাত্র বাংলাদেশি হিসেবে এই তালিকায় আছেন তিনি।