পাকিস্তানের কোচ হবেন না আকিব জাভেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পর পাকিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনিস। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন শুরু করেছে নতুন কোচের সন্ধান। ওয়াকারের মতো আরেক সাবেক পেসার আকিব জাভেদের সঙ্গে যোগাযোগও করেছিল পিসিবি। কিন্তু পাকিস্তানের কোচ হতে চান না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন আকিব।
গত সপ্তাহে কোচের পদের জন্য আকিবের সঙ্গে যোগাযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে সময় আগ্রহও দেখিয়েছিলেন ৪৩ বছর বয়সী এই ক্রিকেট কোচ। কিন্তু হুট করেই কোচ নিয়োগ প্রক্রিয়া বদলে যাওয়ায় সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আকিব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি এখনো আরব আমিরাতের প্রধান কোচ আছি। আর আমি কোথাও যাচ্ছি না। আমি পাকিস্তানের কোচের পদের জন্য আবেদনও করব না, কারণ তারা বিদেশি কোচের সন্ধান করছে বলে গুঞ্জন আছে।’
কোচের পদে আবেদন করার জন্য একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে। গুরুত্বপূর্ণ এই পদের জন্য এভাবে উন্মুক্তভাবে আবেদন করার প্রক্রিয়ায়ও সন্তুষ্ট নন আকিব। বেশ ক্ষুব্ধ হয়েই তিনি বলেছেন, ‘যখন বলা হয় যে এভাবে আবেদন করাটাই প্রক্রিয়া, তখন আমার খারাপ লেগেছে। চাপের কারণেই হোক বা যে কারণেই, প্রক্রিয়াটা বদলে গেছে। কাজেই আমি আমার বিশেষত্বটা এমন কাউকে দিতে চাই না, যে নিজের প্রতিশ্রুতিও রাখতে জানে না। হুট করেই তারা একটা ভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেল। এটা তাহলে তারা আমাকে আগে বলল না কেন?’
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে খুব বেশি কিছু অর্জন করতে না পারলেও কোচ হিসেবে দারুণ সফল পাকিস্তানের সাবেক এই ডানহাতি পেসার। ২০০৪ সালে তাঁর তত্ত্বাবধানেই পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল জিতেছিল বিশ্বকাপ শিরোপা। তিন বছরের বেশি সময় ধরে তিনি ছিলেন পাকিস্তানের বোলিং কোচ। আফগানিস্তানের ক্রিকেট উন্নয়নেও ভালো অবদান ছিল আকিবের। ২০১২ সাল থেকে তিনি পালন করছেন আরব আমিরাতের কোচের দায়িত্ব।