ম্যারাডোনাকে নিয়ে টিভি সিরিজ
ডিয়েগো ম্যারাডোনার মতো বর্ণিল আর বিতর্কিত চরিত্র খেলাধুলার জগতে বিরল। আর্জেন্টাইনদের কাছে তিনি অবশ্য ফুটবল-ঈশ্বর। দেশের জীবন্ত কিংবদন্তিকে নিয়ে একটি টিভি সিরিজ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে আর্জেন্টিনার একটি চ্যানেল।
৩০ বছর আগে আর্জেন্টিনাকে যেমন বিশ্বকাপ উপহার দিয়েছিলেন, তেমনি ডোপিংয়ের দায়ে বিশ্বকাপ থেকে বিতারিতও হয়েছিলেন ম্যারাডোনা। মাদকের প্রভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন একবার। সাফল্যের চূড়ায় ওঠার পাশাপাশি বিতর্কের ঝড় তুলেছেন বহুবার। এমন উত্থান-পতনে ভরা জীবন খুঁজে পাওয়াই ভার।
কথাটা ভালোমতো জানেন ম্যারাডোনা নিজেও। টিভি সিরিজটি প্রযোজনা করছে তেলেফে নামে একটি চ্যানেল। চ্যানেলটিতে দেওয়া বিবৃতিতে ম্যারাডোনা বলেছেন, ‘আমার জীবন নিয়ে প্রতি মাসে ১০০টা এপিসোড করা সম্ভব। আমি যে ধরনের জীবনযাপন করেছি, তা যে কারো কল্পনারও বাইরে। তেলেফে সারা বিশ্বের জন্য এ প্রকল্প হাতে নেওয়ায় আমি আনন্দিত ও উজ্জীবিত।’
ম্যারাডোনার জীবনীভিত্তিক টিভি সিরিজের অভিনেতাদের নাম বা কবে নাগাদ শুরু হবে, তা জানাতে পারেনি তেলেফে কর্তৃপক্ষ। তবে প্রকল্পটি যে ভীষণ কঠিন হতে যাচ্ছে, তা স্বীকার করতে দ্বিধা করেনি টিভি চ্যানেলটি। তেলেফের অন্যতম পরিচালক তমাস ইয়াঙ্কেলেভিচ বলেছেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড় আর সম্ভবত বিশ্বের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্বর জীবনী পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ অবিশ্বাস্য। এই অভূতপূর্ব মহাপ্রকল্প বাস্তবায়িত করতে সবার আগে অনেক অংশীদার খুঁজে বের করতে হবে আমাদের।’