নিজের ‘ত্রুটি’ বুঝতে পেরেছেন মুমিনুল
টেস্টের মতো ওয়ানডেতে তাঁর পারফরম্যান্স খুব একটা নজরকাড়া নয়। তা ছাড়া বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সও খুব একটা ভালো হয়নি। তাই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ওয়ানডের প্রথম একাদশে মুমিনুল হকের জায়গা পাওয়া নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছে। বিষয়টা অনুধাবন করেছেন তিনি নিজেও। নিজের ত্রুটি বুঝতে পেরে তা শোধরাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন কক্সবাজারের এই ক্রিকেটার।
কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরামর্শ অনুযায়ী এখন কঠোর অনুশীলন করে যাচ্ছেন তিনি। আশা করছেন দ্রুত এই সমস্যা পেরিয়ে স্বরূপে ফিরবেন এই বাহাতি ব্যাটসম্যান।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুমিনুল বলেন, ‘আমি বুঝতে পেরেছি আমার ত্রুটিগুলো কোথায়। অস্ট্রেলিয়ায় কোচ আমাকে বাতলে দিয়েছেন সমস্যাগুলো। আপাতত এই সমস্যাগুলো শুধরানোর চেষ্টা করে যাচ্ছি। তবে এই ত্রুটিগুলো নিয়ে এখনই কিছু বলতে চাই না।’
মুমিনুল নিজেও মনে করেন, ওয়ানডেতে তাঁর সময়টা ভালো যাচ্ছে না। সুযোগগুলো ঠিকভাবে কাজে লাগতে পারছেন না বলে তিনি নিজেও বেশ চাপে আছেন। তিনি এখন এই দুঃসময়টা পেরিয়ে ভালো সময়ে ফেরার অপেক্ষায়।
মূলত এখন মুমিনুলের পরিকল্পনা ওয়ানডের ব্যাটিংয়ে কীভাবে নিজেকে দ্রুত মানিয়ে নেওয়া যায়। এ ব্যাপারে তিনি বলেন, ‘ওয়ানডেতে যেভাবে খেলতে হয়, মূলত সেভাবেই নিজের উন্নতি করার চেষ্টা করছি। ব্যাটিংয়ে কীভাবে স্ট্রাইক রেটটা দ্রুত বাড়ানো যায়, সেভাবে নিজেকে তৈরি করারও চেষ্টা করছি। আশা করছি সফল হব।’
বিসিএল ওয়ানডে ক্রিকেটের ফাইনালে পূর্বাঞ্চলের হয়ে ৭৮ রানের দারুণ ঝলমলে একটি ইনিংস খেলেছেন মুমিনুল। তাই আত্মবিশ্বাসও অনেকখানি বেড়েছে তাঁর। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে এমন একটি ইনিংস খেলতে পেরে খুবই ভালো লাগছে তাঁর, ‘আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস বাড়ানো। সীমাবদ্ধতাগুলো দ্রুত ঝেড়ে ফেলা। বিসিএলের ফাইনালের ইনিংসটি আমার মনোবল অনেকখানি বাড়িয়ে দিয়েছে।’
এবারের বিশ্বকাপে দুই ম্যাচ খেলে মুমিনুল মাত্র চার রান করেছেন। আফগানিস্তানের বিপক্ষে তিন রান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাত্র এক রান করেন তিনি। তাই পরের ম্যাচগুলোতে আর সুযোগ পাননি প্রথম একাদশে।
তাঁর পছন্দের জায়গা তিন নম্বরে, সৌম্য সরকার বিশ্বকাপে ভালো করায় একাদশে মুমিনুলের জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়। অবশ্য পাকিস্তানের বিপক্ষে সিরিজে ঘোষিত ১৪ সদস্যের দলে রয়েছেন তিনি।