মুস্তাফিজের কাঁধে নতুন চোট

এত দিন শোনা গিয়েছিল মুস্তাফিজুর রহমানের চোট খুব একটা গুরুতর নয়। দ্রুতই তিনি মাঠে ফিরবেন, এমনটাই আশা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও। কিন্তু এমআরআই রিপোর্টে পাওয়া গেল হতাশার খবর। বাংলাদেশের এই বাঁ-হাতি পেসারের কাঁধে নতুন চোট ধরা পড়েছে।
মুস্তাফিজের বাঁ-কাঁধেই এই নতুন সমস্যা ধরা পড়ে। তাই কাউন্টি লিগে সাসেক্সের হয়ে তাঁর পরের ম্যাচগুলো খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বুধবার হ্যাম্পশায়ারের বিপক্ষে সাসেক্সের পরবর্তী ম্যাচ। এই ম্যাচে মুস্তাফিজ খেলতে পারবেন কি না, তা এখন অনিশ্চিত।
তাঁর চোটের খবরটি জানা গিয়েছিল গত রোববার। নেটে অনুশীলনের সময় বাঁ-কাঁধে ব্যথা পান এই বাংলাদেশি বোলিং বিস্ময়। এ কারণে সেদিন গ্লস্টারশায়ারের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি খেলতে পারেননি তিনি।
অবশ্য মুস্তাফিজের বাঁ-কাঁধে পুরোনো একটি ব্যথা রয়েছে। কাটার বা উল্টো দিকে হাত ঘুরিয়ে একটা ‘বিশেষ’ বল করার সময় কেমন জানি অস্বস্তি বোধ হয় তাঁর। সেটাও সেরে উঠেছিল, এখন সেই কাঁধেই নতুন আরেকটি চোট ধরা পড়েছে।