সাসেক্সের হয়ে আর খেলা হচ্ছে না মুস্তাফিজের!

গতকালই এসেছিল দুঃসংবাদটি। এমআরআই রিপোর্টে মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধে নতুন সমস্যা ধরা পড়েছে। নতুন এই চোটের কারণে কাউন্টি লিগের দল সাসেক্সের হয়ে তাঁর পরবর্তী ম্যাচগুলো খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
আজ বুধবার বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বর্তমান অবস্থায় মুস্তাফিজ খেলা চালিয়ে যাবে বলে মনে হচ্ছে না। আমিও তেমন কোনো সুযোগ দেখছি না। সাসেক্সের হয়ে এখনো তাঁর কয়েকটি ম্যাচ বাকি আছে। সে ম্যাচগুলোতে তাঁর খেলার সম্ভাবনা কম।’
তবে ইংল্যান্ড থেকে এই বাংলাদেশি পেসারকে এখনই ফেরানো হচ্ছে না। এই সম্পর্কে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘ইংল্যান্ড থেকে মুস্তাফিজকে এখনই ফেরানো হবে না। কারণ সেখানে তাঁর চিকিৎসা চলছে।’
ইংল্যান্ডে এরই মধ্যেই মুস্তাফিজের একটি এমআরআই করা হয়েছে। এখন আরেকটি এমআরআই করানো হবে বলে জানান বিসিবির এই কর্মকর্তা, ‘আমরা যতটুকু জানি, মুস্তাফিজের কাঁধে বাড়তি তরল জমে আছে। এর জন্য অবস্থা বুঝতে তাঁর আরেকটি এমআরআই করানো হবে। তখনই তাঁর চিকিৎসা করতে সুবিধা হবে।’
মুস্তাফিজের এই চোটের খবরটি জানা গিয়েছিল গত রোববার। নেটে অনুশীলনের সময় বাঁ কাঁধে ব্যথা পান তিনি। এ কারণে সেদিন গ্লস্টারশায়ারের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিও খেলতে পারেননি তিনি। এখন তো আসরের পরবর্তী ম্যাচগুলো খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
অবশ্য মুস্তাফিজের বাঁ কাঁধে পুরোনো একটি ব্যথা রয়েছে। কাটার বা উল্টো দিকে হাত ঘুরিয়ে একটা ‘বিশেষ’ বল করার সময় কেমন জানি অস্বস্তি বোধ হয় তাঁর। সেটাও সেরে উঠেছিল, এখন সেই কাঁধেই নতুন আরেকটি চোট ধরা পড়ায় তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।