জয়ই আমাদের লক্ষ্য : মুশফিক

‘পাঁচ দিন খেলব’, ‘ড্র করার চেষ্টা করব’ এসব কথা বলে টেস্ট ক্রিকেট খেলতে নামার দিন আর নেই। ‘ড্র নয়, জয়ই লক্ষ্য’—এটাই এখন বাংলাদেশ দলের মূলমন্ত্র। পাকিস্তানকে ওয়ানডে সিরিজ আর একমাত্র টি-টোয়েন্টিতে নাস্তানাবুদ করে বাংলাদেশের ক্রিকেটাররা টগবগ করছেন আত্মবিশ্বাসে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের অপেক্ষাও ঘুচিয়ে দিতে মরিয়া মুশফিকুর রহিম ও তাঁর সতীর্থরা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামার আগের দিন দ্বিধাহীন কণ্ঠে জয়ের লক্ষ্যের কথা জানালেন অধিনায়ক মুশফিকুর রহিম।
পাকিস্তানের কাছে এর আগে আটটি টেস্টের সবই হেরেছিল বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়েও দুই দলের অনেক ব্যবধান। পাকিস্তানের অবস্থান চতুর্থ আর বাংলাদেশ নবম। মিসবাহ, ইউনিস খান, মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমলদের নিয়ে গড়া পাকিস্তানের টেস্ট দলকে সমীহ না করে উপায় নেই। মুশফিকও সমীহ করছেন। তবে পাশাপাশি বাংলাদেশের টেস্ট অধিনায়ক দারুণ আত্মবিশ্বাসীও, ‘অবশ্যই আমাদের লক্ষ্য জয়। আমাদের যে বোলিং আক্রমণ তাতে আমরা প্রতিপক্ষের ২০ উইকেট নিতে পারি। আমাদের ব্যাটসম্যানদেরও ছয় শর বেশি রান করার সামর্থ্য আছে। ফিল্ডাররাও ভালো করতে পারলে আমাদের পক্ষে অবশ্যই জয় পাওয়া সম্ভব।’urgentPhoto
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। টেস্ট সিরিজে অধিনায়কত্বের ভার এসেছে মুশফিকের কাঁধে। সেই গুরুদায়িত্ব মাথায় নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি, ‘অধিনায়ক রান করলে বা উইকেট নিলে তার দলের ওপর তা ইতিবাচক প্রভাব ফেলে। তাই বিষয়টা মাথায় রেখে চেষ্টা করব ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার। বড় ইনিংস খেলার চেষ্টাও থাকবে।’
এবারের সফরে সব ম্যাচ হেরেছে পাকিস্তান। এমনকি ফতুল্লায় প্রস্তুতি ম্যাচেও তারা হার এড়াতে পারেনি। দেশে সমালোচকদের তোপের মুখে থাকা পাকিস্তান দলকে আরো বেশি চাপের মধ্যে ফেলতে বদ্ধপরিকর মুশফিক, ‘পাকিস্তান সব ম্যাচ হেরেছে। তাদের ওপরে অনেক চাপ থাকবে। আমাদের চেষ্টা থাকবে সেই সুযোগ নিয়ে তাদের আরো চাপের মধ্যে ফেলার।’