ইংল্যান্ড সিরিজেরও টাইটেল স্পন্সর ‘রকেট’

ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের নতুন একটি সেবা হচ্ছে ‘রকেট’। এই রকেটের নামেই বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংক। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। এর আগে সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজেরও টাইটেল স্পন্সর ছিল এই প্রতিষ্ঠানটি।
এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণার পাশাপাশি ওয়ানডে ও টেস্ট ট্রফি উন্মোচন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাসম তাবরেজ, ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
আগামী ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ৯ অক্টোবর হবে দ্বিতীয় ওয়ানডে।
১২ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ২০ থেকে ২৪ অক্টোবর এই মাঠেই হবে সিরিজের প্রথম টেস্ট।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর।