২৯৪ রানে থামল বিসিবি একাদশ

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দুদিনের প্রস্তুতি ম্যাচের শুরুটা ভালোভাবেই করেছে বিসিবি একাদশ। আবদুল মজিদের শতক ও নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ভর করে বিসিবি একাদশের স্কোরবোর্ডে জমা হয়েছে ২৯৪ রান।
টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে খেলতে নামলেও বিসিবি একাদশের ব্যাটসম্যানরা যেন ছিলেন ওয়ানডে বা টি-টোয়েন্টির মেজাজে। মারমুখী ব্যাটিং করেছেন আবদুল মজিদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৯৫ বলে ১০৬ রানের ঝড়ো ইনিংস খেলার পথে মজিদ মেরেছেন ১৬টি চার ও একটি ছয়। সৈকত তিনটি ছয় ও দুটি চার মেরে খেলেছেন ৪৯ বলে ৪৭ রানের ইনিংস।
টেস্টের মেজাজে ব্যাটিং করতে দেখা গেছে নাজমুল হাসান শান্ত ও উইকেটরক্ষক নুরুল হাসানকে। ১৩০ বলে ৭২ রানের ইনিংস খেলে আউট হয়েছেন শান্ত। আর নুরুল করেছেন ৬৯ বলে ৩৯ রান।
ওয়ানডে সিরিজে ভালো নৈপুণ্যের পর প্রস্তুতি ম্যাচেও ৪৭ রান করে টেস্ট অভিষেকের আশা জাগিয়েছেন সৈকত। অন্যদিকে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি জাতীয় দলের দুই নিয়মিত খেলোয়াড় সৌম্য সরকার ও মুমিনুল হক। ৪ রান করে আউট হয়েছেন বিসিবি একাদশের অধিনায়ক সৌম্য। আর মুমিনুল করতে পেরেছেন মাত্র ১ রান।
ইংল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করেছেন বাঁহাতি স্পিনার জাফর আনসারি। ১৬.৪ ওভার বোলিং করে ৬৮ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। দুটি করে উইকেট গেছে স্টুয়ার্ট ব্রড ও গ্যারেথ ব্যাটির ঝুলিতে। একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও মইন আলী।