রাজকন্যাকে নিয়ে পুরস্কার মঞ্চে সাকিব!
আলাইনা হাসান অউব্রেকে তিনি যে খুবই ভালোবাসেন তা আর বলার অপেক্ষা রাখে না। সাকিব আল হাসান আরেকবার প্রমাণ করলেন রাজকন্যার প্রতি তাঁর কতটুকু ভালোবাসা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে মেয়েকে নিয়েই চলে এলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক। নিজের দলের শিরোপাজয়ের আনন্দটা মেয়ের সঙ্গে ভাগাভাগি করতে ভোলেননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
বিপিএলের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। মেয়েকে সঙ্গে মঞ্চে সাকিবকে এগিয়ে আসতে দেখে তিনি কিছুটা অবাকই হয়েছেন। মেয়েকে সঙ্গে নিয়ে আসার কারণ সম্পর্কে সাকিব বলেন, ‘সে-ই তো আমাদের জীবন। তাকে ঘিরেই এখন আমাদের ভালো লাগা, মন্দ লাগা সবকিছু।’
সাকিব যখন মঞ্চে কথা বলছিলেন, তখন ছোট্ট আলাইনার চোখে-মুখে ছিল রাজ্যের বিস্ময়। একবার বাবার দিকে, আরেকবার সঞ্চালকের দিকে, আরেকবার মাইকের দিকে তাকাচ্ছিল সে। তা ছাড়া মাঠে হাজার হাজার দর্শক দেখে কিছুটা বিস্মিত হওয়ারই কথা সাকিবের ছোট্ট রাজকন্যার।
গত বছরের ৮ নভেম্বর পৃথিবীর আলো দেখে সাকিব-শিশিরের রাজকন্যা। এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন সাকিব ও উম্মে আহমেদ শিশির। বিয়ের আড়াই বছর পর প্রথম সন্তানের মুখ দেখেন এই দম্পতি।

ক্রীড়া প্রতিবেদক