পিএসজি ছাড়ার ঘোষণা রামোসের

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) থাকতে চাইছেন না বড় বড় তারকারা। মেসি-নেইমারদের ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যেই এবার আরও এক তারকা ফুটবলারের পিএসজি অধ্যায় শেষ হতে যাচ্ছে। পিএসজিকে বিদায় জানিয়েছেন স্প্যানিশ তারকা সার্জিও রামোস।
গতকাল শুক্রবার (২ জুন) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রামোস। সামাজিক যোগাযোগমাধ্যমে রামোস জানিয়েছেন, ‘আগামীকালের (আজ) দিনটি আমার জন্য বিশেষ। কাল আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাব। বিদায় বলব পিএসজিকে। আমি জানি না কতগুলো জায়গাকে আপনি ঘর বলে উল্লেখ করতে পারেন। কিন্তু কোনো সন্দেহ ছাড়াই পিএসজি, এর সমর্থকেরা এবং প্যারিস আমার সেসব ঘরের একটি। বিশেষ দুটি বছরের জন্য আপনাদের ধন্যবাদ।’
পিএসজির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও রামোসকে নিয়ে টুইট করা হয়েছে। রামোসকে নিয়ে ক্লাবটি লিখেছে, ‘একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে পিএসজির হয়ে রামোসকে লড়তে দেখাটা ক্লাবের জন্য আনন্দের ছিল। ক্যারিয়ারের বাকি সময়ের জন্য তাকে শুভকামনা।’ পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বলেছেন, ‘সার্জিও নেতৃত্ব, দলীয় চেতনা ও পেশাদারিত্বের সঙ্গে অভিজ্ঞতা মিলে সর্বোচ্চ স্তরে অবস্থান করছে। এটা তাকে সত্যিকার অর্থে ফুটবল কিংবদন্তিতে পরিণত করছে। তাকে প্যারিসে পাওয়া গৌরবের ব্যাপার ছিল।’
রিয়াল মাদ্রিদে ১৬ বছর কাটিয়ে পিএসজিতে এসেছিলেন রামোস। দুই মৌসুম খেলে দুজনেই বিদায় জানাচ্ছেন প্যারিসিয়ানদের। পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে রামোস খেলেছেন ৫৭ ম্যাচ, করেছেন ৫ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে।