টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দিন অস্ট্রেলিয়ার
রোদ ঝলমল দি ওভালের সকাল। রস টেলর মাঠে এলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের রাজদণ্ড নিয়ে। টেস্টে গত দুবছরের রাজা ছিল তার দেশ নিউজিল্যান্ড। এবার নিউজিল্যান্ড ফাইনালে উঠতে পারেনি। রাজদণ্ড হস্তান্তর করতে হবে। ফাইনালে আছে গতবারের ফাইনালিস্ট ভারত। নতুন ফাইনালিস্ট অস্ট্রেলিয়া।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে লন্ডনের দি ওভালে আজ বুধবার (৭ জুন) মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। ৮৫ ওভারে তিন উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ৩২৭ রান।
ওভালে টস জিতে বোলিং নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারত টস জিতেছে অথচ ব্যাটিং নেয়নি, এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল সাত বছর আগে। তবে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘাসের উইকেটে টস জিতে বোলিং নেওয়াকেই প্রাধান্য দিলেন রোহিত।
উইকেট দাবি রাখে পেসারের। সে দাবি পূরণ করতে রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনারকে একাদশের বাইরে রেখে চার পেসার নিয়ে দল সাজিয়েছে ভারত। তাতে প্রথম সেশনে সাফল্যও পায় তারা। দলীয় দুই রানের সময় শূন্য রানে মোহাম্মদ সিরাজের বলে আউট হন ওপেনার উসমান খাজা। প্রথম সেশনের শেষদিকে ৪৩ রান করে শার্দুল ঠাকুরের শিকারে পরিণত হন ডেভিড ওয়ার্নার।
দুই উইকেটে ৭৩ রান নিয়ে প্রথম সেশন শেষ করা অসিরা তৃতীয় উইকেট হারায় ৭৬ রানে। দ্বিতীয় সেশনে নিজের প্রথম বলেই ২৬ রান করা মার্নাস লাবুশেনকে ফেরান মোহাম্মদ শামি। কে জানত, সেটিই হবে প্রথম দিন ভারতের শেষ সাফল্য! ২৫ তম ওভারের প্রথম বলে উইকেট পেয়েছিল ভারতীয় বোলাররা, পরের ৬০ ওভার শুধু বল করেছে। তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড মিলে গড়েন ২৫১ রানের অবিচ্ছিন্ন জুটি। চালকের আসনে থেকে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় সেশনে ৬০ রান নিয়ে শেষ করেছিলেন ট্রাভিস হেড। তিন উইকেটে ১৭০ রান নিয়ে সেশন বিরতিতে যায় অস্ট্রেলিয়া। তৃতীয় ও শেষ সেশনে এসে হাত খুলে খেলে অসিরা। ৩৪ ওভারে ৪.৬২ গড়ে তোলে ১৫৭ রান। ওয়ানডের ঢংয়ে ব্যাট চালান হেড। ১৫৬ বলে তার অপরাজিত ১৪৬ রানের ইনিংসটি সাজানো ২২ চার ও একটি ছক্কায়।
হেড যতটা হাত খুলে খেলেছেন, ততটাই দেখেশুনে ব্যাট চালিয়েছেন স্মিথ। ২২৭ বলে স্মিথ অপরাজিত আছেন ৯৫ রানে। ওভালে এখন তার ব্যাটিং গড় ১১০! চার ম্যাচে আছে দুটো শতক, করেছেন দুটো ফিফটি। যেভাবে এগোচ্ছেন, কোনো অঘটন না ঘটলে কাল দিনের শুরুতেই তৃতীয় শতক পেয়ে যেতে পারেন।
ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তিন পেসার সিরাজ, শামি, শার্দুল।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ৮৫ ওভারে ৩২৭/৩ (ওয়ার্নার ৪৩, খাজা ০, লাবুশেন ২৬, হেড ১৪৬*, স্মিথ ৯৫*; শামি ২০-৩-৭৭-১, সিরাজ ১৯-৪-৬৭-১, যাদব ১৪-৪-৫৪-০, ঠাকুর ১৮-২-৭৫-১, জাদেজা ১৮-০-৪৮-০)