সাফে দলকে ভালো খেলার বার্তা জামাল ভূ্ঁইয়ার
আগামী ২১ জুন থেকে মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। এবারের আসর বসবে ভারতে। আসরে অংশ নিতে আজ শুক্রবার (১৬ জুন) কম্বোডিয়া থেকে ভারতের বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। যাওয়ার আগে দলকে ভালো খেলার তাগিদ দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
সাফের প্রস্তুতি হিসেবে কম্বোডিয়ায় দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। স্থানীয় টিফফি আর্মি ও কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচেই ১-০ গোলের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যা আত্মবিশ্বাস জোগাবে জামাল-সোহেলদের।
কম্বোডিয়া ছাড়ার আগে গণমাধ্যমকে অধিনায়ক জামাল বলেন, ‘দলের আত্মবিশ্বাস বেড়েছে। শেষ দুই ম্যাচে আমরা জিতেছি। তা দলের জন্য ভালো। কিন্তু এগুলো প্রীতি ম্যাচ। আমাদের আরও ভালো খেলতে হবে। যত ভালো খেলব তত আত্মবিশ্বাস বাড়বে।’
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ, ভূটান ও লেবানন। বাংলাদেশের পরীক্ষা নিতে পারে দুইবারের সাফজয়ী মালদ্বীপ। ভূটান ২০০৮ সালে সেমিফাইনাল খেলেছে। গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ লেবাননের এটিই প্রথম অংশগ্রহণ।
২২ তারিখ লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে ২০০৩ সালের সাফজয়ী বাংলাদেশের এবারের আসর। আসরে বাংলাদেশের লক্ষ্য নিয়ে জামাল জানান, ‘লক্ষ্য তো চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু প্রথম লক্ষ্য লেবানন ম্যাচ। লেবানন নিয়ে কাজ করতে হবে। ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। তাদের বিপক্ষে এক পয়েন্ট বা তিন পয়েন্ট নিতে পারলে পরের ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়বে। আমাদের ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে।’