সতীর্থদের গোল উৎসর্গ করলেন জয়ের নায়ক মোরসালিন
ভুটানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠে ছিল শিষ্যদের প্রতি আত্মবিশ্বাস। সবকিছুর প্রতিফলন যেন মাঠেই ঘটালেন মোরসালিন-মিতুলরা। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে ভুটানের বিপক্ষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের সপ্তম মিনিটে গোল করেন শেখ মোরসালিন।
মোরসালিনের করা একমাত্র গোলটিই হয়ে রয় জয়সূচক। বাকি সময় দুদলের কেউ কোনো গোল না পেলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে মোরসালিনের গোলটি আসে রাকিবের অ্যাসিস্টে। মোরসালিনের গোলের পর আরও উজ্জীবিত হয় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বেশ কয়েকটি আক্রমণ করলেও জালের দেখা পায়নি বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশের জয়ের নায়ক মোরসালিন জানান, গোলটি তিনি উৎসর্গ করেছেন সতীর্থদের। তার একার পক্ষে কোনো কিছু করাই সম্ভব ছিল না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বাফুফে টিভিতে এ কথা জানান তরুণ এই তারকা।
মোরসালিন বলেন, ‘আমার একার পক্ষে আসলে কিছু করা সম্ভব ছিল না। রাকিব খুব সুন্দর একটি অ্যাসিস্ট করেছেন। গোলটি আমার সতীর্থদের উৎসর্গ করছি। কোচ আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন, মাঠে সবাই সেভাবেই খেলেছে। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হয়েছে। যার ফলে এই জয়টি এসেছে।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে খুব বেশি এগিয়ে নেই ভুটান। তালিকায় তাদের অবস্থান ১৮২, বাংলাদেশের ১৮৪। তবে, স্বাগতিক হওয়ায় কিছুটা এগিয়ে ছিল ভুটান। এ ছাড়া, তিন মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন বাংলাদেশের ফুটবলাররা। যদিও, মাঠের খেলায় এসব বুঝতে দেননি লাল-সবুজের প্রতিনিধিরা।