দ্বিতীয় ম্যাচের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাগতিকদের বিরুদ্ধে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে একমাত্র গোলটি করেন শেখ মোরসালিন। জয়ের আত্মতৃপ্তি শেষে বাংলাদেশের চোখ এখন শেষ ম্যাচে। আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে খুব বেশি এগিয়ে নেই ভুটান। তালিকায় তাদের অবস্থান ১৮২, বাংলাদেশের ১৮৪। তবে, স্বাগতিক হওয়ায় কিছুটা এগিয়ে ছিল ভুটান। এ ছাড়া, তিন মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন বাংলাদেশের ফুটবলাররা। তবে, মাঠের খেলায় এসব বুঝতে দেননি লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম ম্যাচের বাধা পার হওয়া গেলেও ভুটান শক্তিশালী, তা ভুলে যাননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে কাবরেরা বলেন, ‘আমরা জানতাম ম্যাচ (প্রথমটি) অত সহজ হবে না। তবে, ছেলেরা দুর্দান্ত করেছে। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় এনেছে। দ্বিতীয় ম্যাচ আরও কঠিন হবে। এটি মাথায় রেখেই লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি আমরা। জয়ের পর দলের আত্মবিশ্বাস বেড়েছে। ধারাবাহিকতা ধরে রাখাটা এখন বড় চ্যালেঞ্জ। ‘
এ দিকে প্রথম ম্যাচে জয়ের নায়ক মোরসালিন বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে দ্বিতীয় ম্যাচটা যেভাবেই হোক ভালো খেলা। কোচের কিছু পরিকল্পনা আছে। পরিকল্পনা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, আশা করি দ্বিতীয় ম্যাচেও ভালো ফল আসবে।’